বউকে সুটকেসে ভরে চেকপোস্ট পার!
সস্ত্রীক ব্রিটেনে থাকার জন্য কয়েক বছর ধরেই প্রশাসন ও আদালতের কাছে আবেদন করে যাচ্ছেন লাটভিয়ার ৩০ বছর বয়সী বোগডেন ক্রোইটর। কিন্তু আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে বোগডেনকে ব্রিটেনে থাকার অনুমতি দেয়া হলেও মোলদোভার বাসিন্দা তার স্ত্রীকে ঢুকতে দেয়া হবে না। এরপর বোগডেনের স্ত্রীকে দুইবার ব্রিটেনে ঢুকতে চেষ্টা করলেও প্রতিবারই তাকে আটকে দেয়া হয়।
নিজের স্ত্রীকে তো আর দূরে রেখে ব্রিটেনে থাকতে পারেন না স্বামী। একারণে তিনি ঠিক করেন, সোজা ভাবে যখন হলো না তখন স্ত্রীকে ব্রিটেনে নিয়ে আসতে আঙুলটা একটু বেঁকাতে হবে।
তাই একটা বুদ্ধি বের করলেন। গাড়িতে করে ব্রিটেনে ঢোকার আগে চেকিং হতে পারে। এ আশঙ্কা থেকে তিনি স্ত্রীকে সুটকেসে লুকিয়ে রাখলেন। রওনা দিলেন ব্রিটেনে। কয়েকটা চেকপোস্টে চেকিংয়ের পরেও বোগডেন ধরা পড়েনি।
এভাবে যেতে যেতে খুব আনন্দ হচ্ছিল বোগডেনের। স্ত্রীকে নিজের কাছে এখন থেকে রাখতে পারবেন, এ আনন্দে বেশ ফুরফুরে লাগছিল তার।
কিন্তু বিধি বাম! এক চেকপোস্টে ধরা খেয়ে যান তিনি। সুটকেস খুলতেই দেখা গেল, ভেতরে আস্ত একজন মানুষ বসে আছে। সঙ্গে সঙ্গে গ্রেফতার হয়ে যান বোগডেন। আর এতেই ১৪ মাসের জেলের শাস্তি ভোগ করতে হবে বোগডেনকে।

সৌদি আরবে বিশ্বের বৃহত্তম হোটেল নির্মাণের কাজ এগিয়ে চলছে। হোটেলটি…
জর্ডানের রাজধানী আম্মান থেকে বিমানের গন্তব্য ছিল দুবাই। বিমান নিয়ে…
৭০ বছর হয়েছে ভারত স্বাধীন হয়েছে। কিন্তু এখনও দেশটির নারীরা…
জর্দানের এক বেদুঈন মোহাম্মদ আল মালহিম। ৬৪ বছর বয়সী মালহিম…
১৮২ কোটি টাকার ঘড়ি ডেকে আনছে মৃত্যু। অবিশ্বাস্য মনে হলেও… 