পর্নসাইট থেকে স্কলারশিপ পেলেন মেরিঅ্যান
পর্নসাইট থেকে স্কলারশিপ মিলে গেল এক নারীর। তাও পৃথিবীর একটি বিখ্যাত পর্নসাইট থেকে ২৫ হাজার মার্কিন ডলার। ভাগ্যবতী ওই নারীর নাম মেরিঅ্যান উরাইব। না, সে পর্নছবিতে অভিনয় করেনি। তাহলে টেক্সাসের এই নারীকে কেন দেওয়া হল এত টাকা? শুনলে তারিফ করতে বাধ্য হবেন। পর্নসাইট এর তরফে ২৫ হাজার মার্কিন ডলার পেয়েছেন প্রতিবন্ধী মেরিঅ্যান উরাইব। কিন্তু যৌনতার লেশমাত্র নেই এখানে। রয়েছে সাফল্যের এক অনন্য কাহিনি। মেরিঅ্যানকে 'কলেজ স্কলারশিপ' বাবদ এই অর্থ দেওয়া হয়েছে। তবে এমনিতেই তাকে তা দেওয়া হয়নি। কঠিন প্রতিযোগিতায় জিতে এই অর্থ পেয়েছেন মেরিঅ্যান। দরিদ্র পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য একটি স্কলারশিপ দেওয়া হবে। লিখিত পরীক্ষার পাশাপাশি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দিতে হয়েছে ইন্টারভিউ। মেরিঅ্যানের পরীক্ষা কেমন হয়েছিল? একটা জেদ যেন ওকে তাড়া করছে। আমরা এমন একজনের সন্ধান করছিলাম, যে একটা ইতিবাচক পরিবর্তনের ধারক হবে।'' ১০০০-এর বেশি পরীক্ষার্থীর মধ্যেও মেরিঅ্যানকে ঠিকই খুঁজে নেয় কর্তৃপক্ষ। অর্থাভাবে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে উচ্চশিক্ষা শেষ করতে পারেননি ওই নারী। তার উপরে একটি সংস্থার অর্থনৈতিক অনিয়ম প্রকাশ্যে এনে দুষ্কৃতিদের কবলে পড়েন। হামলায় বরণ করে নিতে হয় প্রতিবন্ধিত্ব। কিন্তু মেরিঅ্যানের অদম্য জেদ তাকে ঠিকই সামনে এগুনোর সিঁড়ি বাতলে দিয়েছে।