ভ্যালেন্টাইনস ডে-তে প্রেমিককে কিডনি দান
ভ্যালেন্টাইনস ডে-র প্রাক্কালে প্রেমিককে এক জীবনদায়ী উপহার দিতে চলেছেন তাঁর প্রেমিকা। ভালোবাসার মানুষটিকে দীর্ঘায়ু করতে তিনি নিজের কিডনিটি প্রেমিককে দান করবেন বলে ঠিক করেছেন। গত বছর ম্যাঞ্চেস্টারে এক গলফের ময়দানে আলাপ দুজনের। গফসটাউনে স্টোনব্রিজ কান্টিক্লাবে দেখা হয় দুই গল্ফার জ্যাক সিমার্ড ও মিশেল লা ব্রাঞ্চের। প্রথমে ভালো লাগা ও তারপর ভালোবাসা। একে অপরকে প্রাণের থেকেও বেশি ভালোবেসে ফেলেন দুজন। সামনেই ভ্যালেন্টাইনস ডে। তার আগেই মিশেল জানতে পারেন, তাঁর ৪৯ বছর বয়সি প্রেমিক জ্যাক দ্বিতীয়বার তাঁর কিডনি ট্রান্সপ্লান্টের জন্য একটি দাতা খুঁজছেন। এর আগে ১৯ বছর বয়সে জ্যাকের দিদির কিডনি বসানো হয়েছিল তাঁর শরীরে। জ্যাকের শারীরিক অবস্থার কথা জেনে আর চুপ করে বসে থাকতে পারেননি মিশেল। জ্যাককে কিছু না জানিয়ে ডাক্তারের সঙ্গে দেখা করেন তিনি। তাঁর কিডনি জ্যাকের শরীরে ফিট করবে কি না তা জানতে পরীক্ষা করাতে চান। মিশেলের এই ইচ্ছেয় বাধ সাধেনি বিধাতাও। চিকিত্সক মিশেলকে জানিয়ে দেন, তিনি তাঁর প্রেমিককে কিডনি দান করতে পারবেন। ব্যস, ভ্যালেন্টাইনস ডে-তে বয়ফ্রেন্ডের জন্য এর চেয়ে ভালো উপহার আর কী বা হতে পারে? আর দেরি করেননি মিশেল। সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তিনিই জ্যাককে কিডনি দান করবেন। এরপর তিনি কথাটা জানান জ্যাককে। বলেন, জ্যাকই তাঁর ভবিষ্যত্। তাই তাঁর সুস্থ জীবনের জন্য এটাই মিশেলের উপহার।