ধর্ষণ শেষে বীর্য চুরি করে নিয়ে গেছে তিন নারী
দক্ষিণ অাফ্রিকার পোর্ট এলিজাবেথে ৩৩ বছরের এক পুরুষ তিন নারী কর্তৃক প্রথমে অস্ত্রের মুখে অপহৃত হন। পরে ওই নারীরা তাকে পালাক্রমে ধর্ষণ করে অবশেষে প্লাস্টিকের ব্যাগে ভরে তার বীর্য চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটে শহরটির কাজাখেলে টাউনশিপে। ওই পুরুষের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। খবর দ্য ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়, তিন নারী একটি কালো বিএমডাব্লিউ গাড়িতে করে ৩৩ বছরের ওই পুরুষকে অস্ত্রের মুখে অপহরণ করে। পরে গাড়ির ভেতরেই তার মধ্যে যৌন উত্তেজনা জাগাতে ব্যর্থ হয়ে তারা তাকে 'অজ্ঞাত কোনো বস্তু' খাওয়ায়। এরপর ওই নারীরা একে একে তাকে ধর্ষণ করে। সবশেষে গাড়ি থেকে ফেলে দেয়ার আগে তারা তার বীর্য প্লাস্টিকের ব্যাগে পুরে একটি শীতল বক্সে ঢোকায়। এমনকি তাকে গাড়িটির পেছনে ঢুকিয়েও রাখে ওই তিন নারী। পু্রো ঘটনার সময়ই ওই বেচারা সচেতন ছিলেন বলে মেইল অনলাইনকে জানিয়েছেন। মেইল অনলাইন তাদের এক প্রতিবেদনে জানায়, যেখান থেকে ওই পুরুষকে অপহরণ করা হয়েছিল তার থেকে প্রায় পাঁচশ কিলোমিটার দূরে ওই নারীরা তাকে গাড়ি থেকে ফেলে দেয়। এ ঘটনায় ওই বেচারা এখনো ভীতসন্ত্রস্ত্র বলে এক পুলিশ কনস্টেবল জানিয়েছেন। এ ধরনের ঘটনার কথা আগে তারা কখনো শোনেননি বলেও কনস্টেবল আরো জানান। তাই ব্যাপারটি তাদের কাছে বিভ্রান্তিকর মনে হচ্ছে।