মৃত্যুর জন্য আগাম শপিং

Rate this item
(2 votes)

জাপানের 'শাকাতসু ফেসতা' ফেস্টিভ্যালে এবার যোগ দিয়েছিলেন অন্তত পাঁচ হাজার মানুষ। শাকাতসু শব্দের অর্থ হল মরার জন্য প্রস্তুতি। অনুষ্ঠানে যোগ দিয়ে তারা কোন কফিনের সঙ্গে কোন জামা ম্যাচ করবে, মৃত্যুর পরে কাকে কোন পোশাকটা মানাবে তাও দেখে নিলেন। এমনকি মৃত্যুকালীন জামা পড়ে কফিনের ভেতর চোখ বুঁজে শুয়ে নিজেদের ছবিও তুললেন। এই ফেস্টিভ্যালে মোট ৫০টি কফিন কোম্পানি যোগ দিয়েছিল। জামা-কাপড় এবং কফিন বাদ দিয়ে মৃত্যুর মেকআপও দেখে নিলেন তাঁরা। মৃত্যুর সময় ঠিক কি ধরনের চুলের স্টাইল থাকবে এবং মেকআপ ঠিক কি ধরনের থাকলে মরার সময় সব থেকে ভালো লাগবে তাও দেখে নেন অনুষ্ঠানে যোগ দেওয়া জাপানিরা। তাদের মতে, জন্মের পর থেকেই তো নিজেদের সুন্দর দেখানোর জন্য এতো খরচা করি আমরা। তাহলে মৃত্যুর সময় ভালো দেখা না গেলে কেমনভাবে চলবে! তাই এই অনুষ্ঠানে যোগ দিয়ে মৃত্যুর পরবর্তী সাজ-সজ্জা ঠিক করে নেন জাপানিরা। অনেকে কফিন আর পোশাকও আগে থেকে কিনে রাখেন।

0 awesome comments!
Scroll to Top