সমুদ্র সৈকতে বালি ভাস্কর্যে পর্নোগ্রাফি! (ভিডিওসহ)

Rate this item
(5 votes)

ব্রাজিলের রিও ডি জেনেইরোর কোপাকাবানা সমুদ্র সৈকতে নগ্নতা নতুন কিছু নয়। পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণও এই কোপাকাবানা সি বিচ। কিন্তু সেই সৈকতই এবার বিতর্কের কেন্দ্রে। বালি ভাস্কর্য হিসেবে পর্নোগ্রাফিকে তুলে ধরার অভিযোগে সরব হয়েছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, এই ধরনের অশ্লীল ভাস্কর্য দেহ ব্যবসাকেই বেশি করে সামনে তুলে ধরবে। বদনাম ছড়াবে এলাকার।

আবার সমর্থনকারীর সংখ্যাও কম নয়। কুয়েত থেকে আসা এক পর্যটক খোশশমেজাজে সেলফি নিচ্ছিলেন নগ্ন বালি ভাস্কর্যগুলোর সঙ্গে। বললেন, এই ধরনের ভাস্কর্যে অশ্লীল কিছু নেই। এটাকে শুধুমাত্র একটা সৃষ্টি হিসেবে দেখাই ভালো।

সৈকতেই ঘুরতে ঘুরতে দেখা পাওয়া গেল ৬৩ বছরের এক শিল্পীর। বললেন, ২৩ বছর ধরে তিনি এই ধরনের সৃজনশীল কাজের সঙ্গে জড়িয়ে। যাঁরা তাঁর কাজকে সম্মান করেন না, তাঁরাই তাঁকে এখানে নিষিদ্ধ করার চেষ্টা করেছেন। তবে এইসব ভাস্কর্য শ্লীল না অশ্লীল, সেই বিতর্কে না ঢুকে বেশিরভাগ পর্যটককেই দেখা গেল, কোপাকাবানায় চুটিয়ে উপভোগ করছেন তাঁদের উইকএন্ড।

ভিডিও দেখতে ক্লিক করুন

0 awesome comments!
Scroll to Top