0 awesome comments!
৩ নারীকে যৌনতার জন্য আটকে রাখলেন প্রিন্স!
একে প্রিন্স। তার ওপর আবার সৌদি আরবের। একটু আধটু নারীর প্রতি মোহ থাকবে না! তা না হলে আবার কিসের প্রিন্স! মজিদ আবদুল্লাজিজ আল সাদ। বয়স ২৯। যৌবন টইটম্বুর। অগাধ ঐশ্বর্য। সঙ্গে প্রবল ক্ষমতার অধিকারী। আমেরিকায় ছুটি কাটাতে গিয়েছিলেন। তা দরকার ছিল একটু নারীসঙ্গ। কিন্তু এক নারীতে কী আর প্রিন্সের মন ভরে? তাই তলব, তিন তিনজন আমেরিকান সুন্দরীকে ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলস ম্যানসনে। ওই তিন সুন্দরী নারীকে ডাকা হয়েছিল হাউসকিপারের কাজ করার জন্য। কিন্তু তিনদিন ধরে সেই গল্প মোড় নেয় অপরাধের উপন্যাসে। ওই তিন নারীকে যথেচ্ছ যৌন অত্যাচার করেও স্বাদ মিটছিল না প্রিন্সের। এজন্য তাদের নগ্ন করে সুইমিং পুলে দাঁড় করিয়ে দেন প্রিন্স। এটাতেই নাকি তাঁর যৌন তৃপ্তি হবে। অবশেষে এক নারী স্থানীয় থানায় খবর দেন। এবং পরে মজিদ আবদুল্লাজিজ আল সাদকে গ্রেফতার করে পুলিশ।
Published in
Khobor Tobor