গাছ থেকে সুগন্ধি
গাছ আমাদের বাঁচার জীবনকাঠি । গাছ থেকে ভেষজ ওষুধ তৈরির চল মুনি-ঋষিদের সময় থেকে । রকমারি আয়ুর্বেদিক ওষুধ রোগ সারাতে অব্যর্থ । কিন্তু সুগন্ধি তৈরিতে গাছ ? শুনলে কেমন কেমন লাগে ।
আমাদের জীবনের সুগন্ধি বা পারফিউমের প্রয়োজনীয়তা নিত্যদিনের । কিন্তু সেসব সুগন্ধিতে হানিকারক পদার্থের উপস্থিতি অস্বাভাবিক নয় । ত্বকের ক্ষতি হওয়ার আশঙ্কা থেকেই যায় । সেই আশঙ্কা থেকে মুক্তি পেতে ক্যারিশমা দেখিয়েছেন মেক্সিকোর গবেষকরা । পাওয়া গিয়েছে সুগন্ধি তৈরির গাছ, যার মধ্যে লুকিয়ে আছে পারফিউম তৈরির মূল উপাদান ।
সুগন্ধির আসল রহস্য “ফিক্সেটিভ”নামের এক ধরনের উপাদান, যা শরীরে গন্ধ ছড়িয়ে দীর্ঘক্ষণ স্থায়ী হয় । আর এই উপাদান আসে এক ধরনের বিরল তিমির শরীর থেকে । সেই ফিক্সেটিভের প্রচুর দাম । এমনকী, আমেরিকাসহ বেশ কয়েকটি দেশে তিমির শরীরের ফিক্সেটিভ নিষিদ্ধ ।
সুগন্ধি তৈরির উপায় খুঁজতে এই বিশেষ ধরনের গাছে ফিক্সেটিভের উপস্থিতি লক্ষ করেছেন গবেষকরা । জৈব পদ্ধতিতে, প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে সুগন্ধি তৈরির মোক্ষম উপায় বলেছেন তাঁরা । শুধুমাত্র পারফিউম তৈরি নয়, আর্থিক লাভের সঙ্গে রয়েছে কর্মসংস্থানের সুযোগ । সুগন্ধির এই “সবুজ বিপ্লব”-এ ত্বকের ক্ষতির আশঙ্কাও প্রায় থাকে না বললেই চলে । উলটে পারফিউম কিনতে পকেটে খুব একটা চাপও পড়ে না । এমনই আশার বাণী শোনা গিয়েছে গবেষকদের মুখে ।