মার্কিন নারীদের তুলনায় বেশি পর্ন দেখেন ভারতীয় নারীরা

Rate this item
(4 votes)

নারীর পর্নোগ্রাফিতে আগ্রহ বা আসক্তি বিষয়ে নতুন তথ্য দিল বিশ্বের এক নম্বর পর্নোগ্রাফিক ওয়েবসাইট 'পর্নোহাব'। যেসব নারী পর্নো দেখেন তাদের মধ্যে সমীক্ষা চালিয়ে 'পর্নোহাব' জেনেছে অদ্ভুত সব তথ্য।

প্রথমত, 'পর্নোহাব'-এর চালানো সমীক্ষা বলছে ছেলেদের চাইতে নারীরা বেশি সময় পর্নো ভিডিও দেখেন, যদিও তারা সংখ্যায় কম। 'পর্নোহাব'-এর ২৩ শতাংশ ভিজিটর হলেন নারী। গতবারের চেয়ে যা ২ শতাংশ বেড়েছে।

আরও একটি তথ্য হল শতাংশের বিচারে ধরলে আমেরিকার নারীদের চেয়েও বেশি পর্নো মুভি দেখেন ভারতীয় নারীরা। মার্কিন যুক্তরাষ্ট্রে 'পর্নোহাবে' দেখা ভিডিওর ২৩ শতাংশ ভিজিটর হলেন নারী। সেখানে ভারতে পর্নোহাবে দেখা ভিডিওর ৩০ শতাংশ ভিজিটর হলেন নারীরা। গতবছরের চেয়ে ভারতীয় নারীদের পর্নো দেখার প্রবণতা বেড়েছে। পর্নো দেখার বিষয়ে বিশ্বে সবচেয়ে এগিয়ে ব্রাজিল ও ফিলিপিন্সের নারীরা। ব্রাজিলের ৩৫ শতাংশ নারী নিয়মিত পর্নোহাবে ভিজিট করেন।

গোটা বিশ্বে নারীদের মধ্যে সেরা পর্নো তারকা কিম কার্দাশিয়ান। কিমের সেক্স টেপ নারীদের মধ্যে খুবই জনপ্রিয়।

0 awesome comments!
Scroll to Top