ট্যাক্সিতে মহিলা ভূত!

Rate this item
(0 votes)
রাতে একা ট্যাক্সি নিয়ে যাতায়াত করেন? তাহলে এবার সাবধান হয়ে যান। সদ্য একটি ভিডিও প্রকাশ পেয়েছে। যেখানে দেখা যাচ্ছে, জাপানে গভীর রাতে ট্যাক্সিতে উঠতে যাচ্ছেন এক ব্যক্তি। আর সেই ট্যাক্সিতেই উঠতে দেখা গেল এক ছায়া মূর্তি।

ছায়াটি এক মহিলার। শুধু তাই নয়, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, রাস্তা দিয়ে ওই ব্যক্তি যখন ট্যাক্সি ধরার জন্য দৌড়চ্ছেন, তখন তার পাশেই সেই ছায়া মূর্তিকে দৌড়তে দেখা যাচ্ছে। পরক্ষণেই ওই ব্যক্তি যেই ট্যাক্সির দরজা খুলে ভিতরে গেলেন, তার সঙ্গে সেই ছায়া মূর্তিও ট্যাক্সিতে ঢুকে গেল! যদিও জাপানে এমন ঘটনা প্রথমবার নয়। ট্যাক্সি ড্রাইভাররা এর আগেও এমন ঘটনার কথা জানিয়েছেন।

তারা জানিয়েছেন, সুনামিতে বহু মানুষ মারা যাওয়ার পর প্রায়ই দেখা যেত, গভীর রাতে কোন ব্যক্তি ট্যাক্সিতে উঠত। আর ট্যাক্সি চলতে শুরু করার পরেই গায়েব হয়ে যেত।
0 awesome comments!
Scroll to Top