0 awesome comments!
ভুলে ৯৯ বছর বয়সে গর্ভবতী
যুক্তরাষ্ট্রের এক মহিলার বয়স ৯৯ বছর। রয়েছে তিনটি সন্তান ও ২০ জন নাতি-নাতনি। যে বয়সে এই নারীর জীবনের শেষ দিনগুলো গুণার কথা অথচ সেই বয়সেই গর্ভবর্তী হলেন তিনি! বিশ্বাস হচ্ছে না নিশ্চয়ই! হওয়ার কথাও নয়। অথচ সত্যিই এমনটি ঘটেছে। এমনকি ওই নারীও এ খবর বিশ্বাস করতে পারছিলেন না।
শরীর খারাপ দেখে পোর্টসমাউথ নামে একটি হাসপাতালে গিয়েছিলেন ওই নারী। সেখানে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসক কয়েকটি রিপোর্ট করাতে বলেন। কয়েকটিন পর ওই রিপোর্ট হাতে পেয়েই জানতে পারেন যে তিনি গর্ভবর্তী।
অবশ্য হাসপাতাল কর্তৃপক্ষের ভুলেই্ এমনটি হয়েছে! ওই নারী পরবর্তীতে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি তাদেরকে অবহিত করেন। ভুল স্বীকার করে নিয়ে ওই নারীর কাছে ক্ষমাও চেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আসলে ভুলে অন্য নারীর রিপোর্ট চলে এসেছিল তার ঠিকানায়।
Published in
Khobor Tobor