বিবাহিতদের গোপন যৌন সাইটে হ্যাকিং

Rate this item
(2 votes)

বিবাহিত নারী-পুরুষরা গোপন প্রেমের জন্য ব্যবহার করেন এমন একটি ওয়েবসাইটে হ্যাকিং হয়েছে। হ্যাকাররা বলছে অ্যাশলে ম্যাডিসন নামের সাইটটির ব্যবহারকারীদের নাম, ঠিকানা এবং তাদের গোপন যৌন ফ্যান্টাসির সমস্ত তথ্য এখন তাদের হাতে। সাইটের পক্ষ থেকে হ্যাকিংয়ের কথা স্বীকার করা হয়েছে। তবে তথ্য চুরির মাত্রা কতটা কর্তৃপক্ষ তা বলেনি।

তবে অনলাইন নিরাপত্তা বিষয়ে একজন বিশেষজ্ঞ জানিয়েছেন, কিছু লোকের নানা তথ্য ইতোমধ্যেই অনলাইনে ফাঁস করে দেওয়া হয়েছে। ইমপ্যাক্ট টিম নামে এই হ্যাকাররা হুমকি দিয়েছে অ্যাশলে ম্যাডিসন ওয়েবসাইটটি বন্ধ না করা হলে, তারা আরও মানুষের গোপন তথ্য ফাঁস করতে থাকবে।

অ্যাশলে ম্যাডিসন কর্তৃপক্ষ এই সাইবার সন্ত্রাসের জন্য ব্যবহারকারীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। তারা ব্যবহারকারীদের বিনা পয়সায় অ্যাকাউন্ট মুছে ফেলার অনুমতি দিয়েছে বলে জানিয়েছে।

পঞ্চাশটির মত দেশে তিন কোটি ৭০ লাখ বিবাহিত নারী পুরুষ এই ডেটিং সাইটটি ব্যবহার করে। ওয়েব সাইটটির বিজ্ঞাপনের শ্লোগান হলো, "জীবনে সময় কম, একটি প্রেম করুন।"

0 awesome comments!
Scroll to Top