বর মাতাল হওয়ায় বিয়ে ভেঙ্গে দিল কনে
সানাইয়ের সুরে তখন গমগম করছে বিয়ের আসর। বরযাত্রীরা এসে পৌঁছেছে। চলছে খাওয়া-দাওয়া, হৈ-হুল্লোড়। নিয়ম অনুযায়ী বিয়ের কাজও চলছে পুরোদমে। কিন্তু হঠাৎই ছন্দপতন। সিঁদুর দানের আগে টলমল বরকে দেখে বেঁকে বসল পাত্রী। কনে জানিয়ে দিল, বর তো মাতাল। ওই বরকে আমি কিছুতেই বিয়ে করতে পারব না। অনেক বোঝানোর পরও রাজি হল না কনে। অবশেষে বিয়ে না করেই ফিরে যেতে হল বরকে। ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের ভোজপুর জেলায়।
হাসান বাজার থানার কাতার গ্রামের রিঙ্কুর বিয়ের কথা ছিল ভোজপুর জেলার রতনার গ্রামের চন্দনের। উদ্যোগ আয়োজনের কোনও কমতি ছিল না। নিয়মকানুন পালনের পর ছাদনাতলায় বিয়ের আসরও বসে। কিন্তু বিয়ের আসরে বরকে একটু অস্বাভাবিক লাগে রিঙ্কুর।
তিনি কানা ঘুষোও শুনতে পেয়েছিলেন যে চন্দনের মদ্যপানের অভ্যাস রয়েছে। আর বিয়ের আসরে বর মদ খেয়ে এসেছে সন্দেহ হওয়ায় সিঁদুর দানের আগেই রিঙ্কু সাফ জানালেন, মাতাল চন্দনকে কিছুতেই বিয়ে করবেন না তিনি। অনেক বোঝানোর পরও তাঁকে রাজি করা যায়নি।
রিঙ্কু অবশ্য এ ব্যাপারে তাঁর পরিবারকে পাশে পেয়েছেন। তাঁর ভাই বলেছেন, ও তো মাতালদের একটুও পছন্দ করে না। তাহলে এক মাতালের সঙ্গে সংসার করতে পারবে কীভাবে।
এই ঘটনা সম্পর্কে এক মুখিয়া বলেছেন, রিঙ্কুর এই হিম্মত অন্যান্য মেয়েদের কাছেও একটা খবর দিল। এই ঘটনা থেকে যুবকদের শিক্ষা নেয়া উচিত।