খাটো স্কার্ট পরায়
খাটো স্কার্ট পরে স্কুল আসায় আমান্ড ডারবিন নামের ১৭ বছরের এক কিশোরীকে হাঁটু মুড়ে বসতে বাধ্য করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিক। যুক্তরাষ্ট্রের কেনটাকির অ্যাডমনসন জেলা হাইস্কুলে এ ঘটনা ঘটে। খবর ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্টের। প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে আমান্ড ডারবিন টাইটেসের সঙ্গে লাল ও কালো সোয়েটার জামা পরে স্কুলে এসেছিল। তার স্কার্টটি ছিল হাঁটুর পাঁচ ইঞ্চি ওপরে। এ ঘটনায় তাকে প্রধান শিক্ষকের অফিসে ডেকে পাঠানো হয়।
ডারবিন দাবি করেন, সেখানে তার জামাটি বসলে কতটুকু লম্বা হয়, তা পরিমাপ করতে তাকে হাঁটু মুড়ে বসতে বলা হয়। তবে আমান্ড প্রধান শিক্ষক টমি হজেসের সামনে অস্বস্তি বোধ করায় তিনি হাঁটু মুড়ে বসতে অস্বীকৃতি জানান এবং তার বাবা-মাকে ডেকে পাঠাতে অনুরোধ করেন। দু'ঘণ্টা পর বাবা-মা এলে তাদের সামনে জামা মেপে দেখা যায় স্কুলের যে ড্রেসকোড রয়েছে তার চেয়ে আট ইঞ্চি খাটো আমান্ডের জামা। এ ঘটনার পর তাকে বাড়িতে পাঠিয়ে দেন প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক টমি হজেস জানান, স্কুলের ড্রেসকোডের বিষয়টি সবাই জানেন। মেঝে থেকে জামার শেষ প্রান্তের দূরত্ব ছয় ইঞ্চির বেশি হলেই সেটি ড্রেসকোডের বাইরে বলে গণ্য। এজন্য স্কুলে ভর্তির সময়ে ড্রেসকোড মেনে নিয়ে পিতা-মাতা মুচলেকা দিয়ে স্বাক্ষর করে বলেও তিনি উল্লেখ করেন।