কনে শনাক্ত করতে গিয়ে বিভ্রান্তিতে ৩ বর
লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের তিন যমজ বোন রাফেলা, রোচেলি ও তাজিয়ানি। যমজ হওয়ায় তাদের জন্মগ্রহণ থেকে শুরু করে বড় হওয়া সবই একসঙ্গে হয়েছে। এই তিন বোনের আচার-আচরণেও যথেষ্ট সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। মায়ের গর্ভ থেকে শুরু করে জন্মটাই যেহেতু একই দিনে হয়েছে তাই জীবনের আরেক গুরুত্বপূর্ণ অংশ বিয়েটাই বা আলাদা আলাদা তারিখে করে কি লাভ? তাই তিন বোনই সিদ্ধান্ত নেন যে বিয়েটাও করবেন একই দিনে একই মঞ্চে। যেই ভাবনা সেই কাজ। গত শনিবার তাদের বিয়ের দিন ছিল।
এই যমজ তিন বোনের বরও একই সঙ্গে বিবাহস্থলে উপস্থিত হয়। কিন্তু বরদের পক্ষে বিপত্তি তাদের স্ব স্ব বৌ খুঁজে বের করতে গিয়ে। কারণ তাদের প্রত্যেকেই বৌই যে দেখতে হুবহু একইরকম। শেষ পর্যন্ত অবশ্য অনেক কিছু দেখে নিয়ে ও আত্মীয়স্বজনদের সহায়তায় নিজেদের বৌকে বেছে নিতে হয়েছে ওই তিন বরকে। ওই তিন বোনের বয়স ২৯ বছর করে।