0 awesome comments!
সোশ্যাল মিডিয়ায় হৈচৈ যে 'সেক্সি' সেলফি নিয়ে...
সেলফি জ্বরে আক্রান্ত গোটা দুনিয়া। সেলফি নিয়ে ঘটে যাওয়া ঘটনাও কম নেই। সেলফি নিয়ে রোজই জন্ম নিচ্ছে কোনো না কোনো খবর। এমনকি সেলফি তুলতে গিয়ে মুত্যুও হচ্ছে।
সম্প্রতি একটি সেলফিকে ঘিরে চলছে তুমুল হৈচৈ। সেলফিটি এক অখ্যাত তরুণীর। অথচ তার ছবিই কিনা ভাইরাল! সেলফিটি ভাইরাল হওয়ার কারণটাও খুব বেশি চমকপ্রদ নয়। ছবিতে দেখা যাচ্ছে সেক্সি পোজ দিয়ে ছবি তুলেছেন ওই সুন্দরী তরুণী।
তার হাতে রয়েছে মোট ছয়টি আঙুল। তবে ভাইরাল হওয়ার জন্য সেটিও যথেষ্ট কারণ নয়। সেক্সি সেলফি আলোচনায় আসার আসল কারণ হলো তরুণীর হাতে পরপর পাঁচটি আঙুল এমনভাবে রয়েছে, যা দেখলে চট করে চারটি আঙুল বলে ভ্রম হয়!
সম্প্রতি একটি সেলফিকে ঘিরে চলছে তুমুল হৈচৈ। সেলফিটি এক অখ্যাত তরুণীর। অথচ তার ছবিই কিনা ভাইরাল! সেলফিটি ভাইরাল হওয়ার কারণটাও খুব বেশি চমকপ্রদ নয়। ছবিতে দেখা যাচ্ছে সেক্সি পোজ দিয়ে ছবি তুলেছেন ওই সুন্দরী তরুণী।
তার হাতে রয়েছে মোট ছয়টি আঙুল। তবে ভাইরাল হওয়ার জন্য সেটিও যথেষ্ট কারণ নয়। সেক্সি সেলফি আলোচনায় আসার আসল কারণ হলো তরুণীর হাতে পরপর পাঁচটি আঙুল এমনভাবে রয়েছে, যা দেখলে চট করে চারটি আঙুল বলে ভ্রম হয়!
Published in
Khobor Tobor