ফেসবুকে বিক্রি হচ্ছে ইউরোপের যাওয়ার স্বপ্ন

Rate this item
(1 Vote)

নৌযানে করে নিরাপদে পৌঁছে দেওয়া হবে স্বপ্নের ইউরোপে। দেওয়া আছে প্যাকেজ মূল্য। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে যোগাযোগ করতে বলা হয়েছে ভাইবার বা হোয়াটসএ্যাপে।

এটা কোনো ট্রাভেল এ্যাজেন্সির বিজ্ঞিাপন নয়, মানবপাচারকারীদের দেওয়া বিজ্ঞাপন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এভাবেই বিজ্ঞাপন দিচ্ছে মানবপাচারকারীরা।

বিবিসির বুধবারের এক প্রতিবেদনে একটি বিজ্ঞাপন এভাবে তুলে ধরা হয়েছে, ‘নতুন মৌসুমের শুরুতে আমরা ভ্রমণের অফার দিচ্ছি। তুরস্ক-লিবিয়া হয়ে ইতালী, ভাড়া ৩ হাজার ৮০০ ডলার।

আলজেরিয়া-লিবিয়া হয়ে ইতালী, ভাড়া ২ হাজার ৫০০ ডলার। সুদান-লিবিয়া হয়ে ইতালী, ভাড়া ২ হাজার ৫০০ ডলার… নৌকাগুলো কাঠের তৈরি… কারো কোনো প্রশ্ন থাকলে ভাইবার বা হোয়াটসএ্যাপে যোগাযোগ করতে পারেন।’

লিবিয়ার জুয়ারা সমুদ্রবন্দর থেকে আব্দুল আজিজ নামের এক মানবপাচারকারী ২১ এপ্রিল ফেসবুকে এ পোস্ট দেন। শুধু আব্দুল আজিজই নন, শত শত পাচারকারী এভাবে ফেসবুকে ইউরোপে যাওয়ার বিজ্ঞাপন দিচ্ছেন।

0 awesome comments!
Scroll to Top