কেন সত্যিকার ভালোবাসায় ভয় থাকেনা?

Rate this item
(3 votes)

ভালোবাসার হরমোন বলে পরিচিত ‘অক্সিটোসিন’ মানুষকে ভয় দূর করতেও সাহায্য করে। আর এ হরমোনটি মস্তিষ্কের ভালোবাসাবোধ জাগ্রত রাখতে সহায়তা করে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

ইউনিভার্সিটি অব বনের গবেষক রেনে-হার্লেম্যান বলেন, ‘অক্সিটোসিনের প্রভাবে বারবার আসা ভয় বেশ খানিকটা স্তিমিত হয়।’

গবেষণায় দেখা গেছে, ভালোবাসার হরমোনটি মানুষের মস্তিষ্কের ভয় দূর করতেও সহায়তা করে। ফলে এ হরমোন যাদের দেহে বেশি থাকবে তাদের ভালোবাসার পাশাপাশি ভয়ও দূর হবে। গবেষণার ফলাফল ভয়জনিত সমস্যার চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

গবেষণার জন্য ভয়-সংক্রান্ত জটিলতায় আছে এমন ৬২ জন স্বাস্থ্যবান পুরুষকে পর্যবেক্ষণ করা হয়। এ সময় তাদের মস্তিষ্কের অবস্থা স্ক্যানারের মাধ্যমে পরীক্ষা করা হয়।

গবেষণার জন্য তাদের মানুষের মুখের ছবি দেখানো হয়। এরপর ৭০ ভাগ ছবি দেখানোর সময় তাদের হাতে সামান্য ইলেকট্রিক শক দেওয়া হয়। আর এভাবে অংশগ্রহণকারীদের কিছু ছবি দেখার অনুভূতি তৈরি হয় ইলেকট্রিক শকের মাধ্যমে। আর এ স্মৃতি তাদের মস্তিষ্কে সংরক্ষিত হয়।

এরপর অংশগ্রহণকারীদের অর্ধেককে নাকের স্প্রের মাধ্যমে অক্সিটোসিন দেওয়া হয়। এরপর দেখা যায়, যাদের অক্সিটোসিন দেওয়া হয়েছে, তাদের মস্তিষ্কে ভয়ের অনুভূতি অন্যদের তুলনায় অনেক কম হয়েছে। গবেষণার ফলাফল ‘বায়োলজিক্যাল সাইক্রিয়াট্রি’ জার্নালে প্রকাশিত হয়েছে।

0 awesome comments!

সর্বাধিক পঠিত

Scroll to Top