দিল্লির আকাশে UFO! বিমানবন্দরে হাই-অ্যালার্ট
ভারতের দিল্লির বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বিমানবন্দরের কাছেই আকাশে দেখা গেছে UFO চক্কর খাচ্ছে। তাও তিন তিন বার ঘটেছে এ ঘটনা। কখনও দিনে কখনও রাতে। গত বছর প্রায় একই ধরনের আকাশযান লক্ষ্য করা গিয়েছিল অস্ট্রেলিয়ায়। গত শুক্রবার দিল্লি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলার এটি দেখতে পায়। তিনবার বিভিন্ন সময় আকাশে উড়তে দেখা গেছে। তবে দ্রুতগতির কারণে এর ভালো ছবি তুলে রাখা সম্ভব হয়নি। এর আগে বুধবার ভূবনেশ্বর থেকে দিল্লিগামী একটি বিমানের চালক জানিয়েছেন, বিমানবন্দর থেকে যখন প্রায় ৬ মাইল দূরে অবতরণের প্রস্তুতি নিচ্ছেন, সে সময় একটি তীব্র লেজার রশ্মি তার চোখে এসে পড়ে। রশ্মিটি আকাশেই কোনও যান থেকে ফেলা হয়েছিল বলে মনে করছেন তিনি। ভারতীয় বিমান বাহিনীর এক কর্মকর্তা এয়ার ট্রাফিক কন্ট্রোলে বসেন। শুক্রবারের ঘটনা সম্পর্কে তিনি জানান, সকাল ১০টা ৪৪ মিনিট থেকে ১০টা ৫৫ মিনিটের মধ্যে তিনবার এই আকাশযান দেখা যায়। বিমান বাহিনীকে স্পষ্ট নির্দেশ দেয়া আছে, কোনো সন্দেহজনক বস্তু বিমানবন্দরের কাছে আকাশে উড়তে দেখা গেলে দরকার মনে করলে তা গুলি করে নামিয়ে দিতে হবে। ঘটনার পর থেকে বিমান বাহিনী থেকে সিআইএসএফ, ইন্টেলিজেন্স ব্যুরো, সিভিল এভিয়েশন সিকিউরিটি এবং দিল্লি পুলিশের কাছে হাই অ্যালার্টে থাকার কথা বলা হয়েছে।