বিশ্বের প্রথম পর্নো বিশ্ববিদ্যালয়

Rate this item
(6 votes)

পর্নোগ্রাফি নিয়ে মানুষের কৌতুহল কিংবা আলোচনার যেন শেষ নেই। এবার মানুষকে পর্নো বিষয়ে শিক্ষিত করার জন্য ইতালিতে চালু হতে যাচ্ছে বিশ্বের প্রথম পর্নোগ্রাফিক বিষয়ক বিশ্ববিদ্যালয়। 'ইতালিয়ান স্ট্যালিয়ন' (Italian Stallion) নামের এ বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ইতালির পর্নো অভিনেতা রোকো সিফরেডি।
 
বিশ্ববিদ্যালয়টির শিক্ষক হিসেবে থাকছেন বিশ্বের নামকরা পর্নোস্টাররা। মোট ২ সপ্তাহের কোর্স পড়ানো হবে। এই কোর্সে ভালো ফল করলে পর্নো মুভিতে অভিনয়ের সুযোগ পাওয়া যাবে। হাজারখানেক আবেদনকারীর মধ্য থেকে প্রথম ব্যাচে পড়ার জন্য নির্বাচিত হয়েছেন ২১ জন। তার মধ্যে ১৪ জন নারী। কোর্সে শেখানো হবে পর্নো মুভিতে অভিনয়ের নানা খুঁটিনাটি বিষয়।

0 awesome comments!
Scroll to Top