মাতাল তরুণীর কাণ্ড

Rate this item
(3 votes)

মুম্বাইয়ের আন্ধেরি থানায় এসে মদ পান করে চাঞ্চল্য সৃষ্টি করেছে এক তরুণী। ওই তরুণী কখনো তার নাম বলছেন সোনিয়া যাদব আবার কখনো রিনা খান।
জানা গেছে, গত রোববার সন্ধ্যায় দাদর থেকে মদ্যপ অবস্থায় আন্ধেরি আসেন সোনিয়া। সেখানে একটি আভিজাত হোটেলে ঢুকতে গেলে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা তাকে আটকে দেয়। এরপরই ওই তরুণী নালিশ জানাতে গিয়ে হাজির হন থানায়।

সেখানে গিয়ে তিনি উত্তেজিত হয়ে পড়েন এবং পুলিশ কর্মকর্তাদের সামনেই মদের বোতলে চুমুক দিচ্ছেলেন। কোনোভাবেই পুলিশ কর্মকর্তারা তাকে শান্ত করতে পারছিলেন না। উল্টো উপস্থিত পুলিশদের গালমন্দও করতে থাকেন। তার কীর্তিতে হতভম্ব পুলিশকর্মীদের আবার ভয় না পাওয়ার জন্যও আশ্বস্ত করেন ওই তরুণী।

অবশেষে মদ্যপ ওই তরুণীকে পুলিশ আটক করে। সেই সঙ্গে থানায় এসে দিদিগিরি করার জন্য ১২শ রুপি জরিমানাও করা হয়। সেই পুরো ঘটনাটিই ধরা পড়ে একটি ভিডিওতে।

মুম্বাইয়ের আন্ধেরি থানায় এসে মদ পান করে চাঞ্চল্য সৃষ্টি করেছে এক তরুণী। ওই তরুণী কখনো তার নাম বলছেন সোনিয়া যাদব আবার কখনো রিনা খান।
জানা গেছে, গত রোববার সন্ধ্যায় দাদর থেকে মদ্যপ অবস্থায় আন্ধেরি আসেন সোনিয়া। সেখানে একটি আভিজাত হোটেলে ঢুকতে গেলে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা তাকে আটকে দেয়। এরপরই ওই তরুণী নালিশ জানাতে গিয়ে হাজির হন থানায়।

সেখানে গিয়ে তিনি উত্তেজিত হয়ে পড়েন এবং পুলিশ কর্মকর্তাদের সামনেই মদের বোতলে চুমুক দিচ্ছেলেন। কোনোভাবেই পুলিশ কর্মকর্তারা তাকে শান্ত করতে পারছিলেন না। উল্টো উপস্থিত পুলিশদের গালমন্দও করতে থাকেন। তার কীর্তিতে হতভম্ব পুলিশকর্মীদের আবার ভয় না পাওয়ার জন্যও আশ্বস্ত করেন ওই তরুণী।

অবশেষে মদ্যপ ওই তরুণীকে পুলিশ আটক করে। সেই সঙ্গে থানায় এসে দিদিগিরি করার জন্য ১২শ রুপি জরিমানাও করা হয়।

0 awesome comments!
Scroll to Top