গাড়ির সঙ্গে সহবাস!

Rate this item
(2 votes)

গাড়ির সঙ্গে সহবাস কথাটি শুনেই অবাক হতে পারেন অনেকেই। ঘোড়া, গাধা, বিড়াল বা কুকুরের সঙ্গে মানুষের সহবাসের কথা অনেকই শুনেছেন, কিন্তু তাই বলে গাড়ির সঙ্গে কোন ব্যক্তি সহবাস করতে পারেন বলে শুনেছেন কোন দিন? কিন্তু একথা সম্পূর্ণ সত্য। এডওয়ার্ড স্মিথ নামের এক ব্যক্তি নাকি ভোস্কওয়াগন বিটল গাড়ির সঙ্গে প্রথম সহবাস করেন। এরপর থেকে তিনি প্রায় ৭০০টি গাড়ির সঙ্গে সহবাস করেছেন৷

গাড়ির প্রতি প্রেম সকলেরই থাকে কিন্তু স্মিথের গাড়ি প্রেম অবশ্যই একটু অন্য মাত্রায়৷ টেলিভিশনের একটি সাক্ষাৎকারে স্মিথ তার অদ্ভুত এ সৌখিনতার কথা জানিয়েছেন৷

স্মিথ জানিয়েছেন, তার ভোস্কওয়াগন বিটল গাড়ির নাম ভ্যানিলা এবং সেটি তার সবচেয়ে পছন্দের। এছাড়া জিঞ্জার ও সিনেম্যাম নামের দুটি ট্রাকের সঙ্গেই নাকি তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। স্মিথ আরও জানিয়েছেন, ছোটবেলা থেকেই সে গাড়ির প্রেমে মত্ত।

0 awesome comments!

সর্বাধিক পঠিত

Scroll to Top