অপরিণত প্রেমিক চেনার ৭ উপায়

Rate this item
(3 votes)

প্রেমিক যদি হয় অপরিণত মানসিকতার, তাহলে সম্পর্কে খুব দ্রুত হতাশা নেমে আসে। সম্পর্কের স্থায়িত্বে নেতিবাচক প্রভাবও পড়ে। তাই জেনে নিন কীভাবে বুঝবেন আপনার প্রেমিকটি অপরিণত:

- প্রেমিক যদি দায়িত্ব নিতে অনীহা দেখায় তাহলে বুঝতে হবে তিনি অপরিপক্ক। অপরিণত মানসিকতার প্রেমিক কখনোই দায়িত্ব নিতে আগ্রহী থাকে না।

- এ ধরনের পুরুষেরা নিজেদের ভুল স্বীকার করতেই চায় না। নিজে ভুল করে সেটার দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা করে।

- এরা সাধারণত কোনো চাকরিতে স্থায়ী হতে পারে না। নানারকম স্বপ্ন দেখে কিন্তু বাস্তবায়নে অলস হয়। বেশিদিন কোন কাজে লেগে থাকতেও দেখা যায় না এ ধরনের নারীদের।

- এ ধরনের পুরুষরা একটুতেই ভেঙে পড়ে। যে রকম পরিস্থিতি দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করা প্রয়োজন সে রকম পরিস্থিতিতে এরা ভেঙে পরে।

- অপরিণত মানসিকতার পুরুষেরা সিদ্ধান্ত নিতে পারে না। দু'জনের সম্পর্কের ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন হলেও এরা সাধারণত প্রেমিকার ওপরই নির্ভরশীল হয়ে থাকে।

- সঠিক বিবেচনাবোধ এদের কাছে আশা করা যায় না। কখনো কখনো এরা স্বার্থপরের মতো আচরণ করে। প্রেমিকার চেয়ে অন্যরাই এদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দেখা দেয়।

- এই ধরনের পুরুষরা পরিকল্পনাহীন জীবন যাপন করে। ভবিষ্যতের ব্যাপারে এদের তেমর পরিকল্পনা থাকে না।

0 awesome comments!
Scroll to Top