৭২ বছর বয়সে বাবা!

Rate this item
(0 votes)
৭২ বছর বয়সে বাবা হতে চলেছেন মিক জ্যাগার! মিকের ২৯ বছর বয়সী প্রেমিকা মেলানি হ্যামরিকের কোলে জুড়ে আসতে যাচ্ছে তার অষ্টম সন্তান।

‘রোলিং স্টোন’এর মুখপাত্র এ খবর জানিয়েছেন। মেলানি একজন আমেরিকান ব্যালে-শিল্পী। মিকের সঙ্গে তার পরিচয় হয় ২০১৪ সালে।

এই মাসে ৭৩’এ পা দেবেন মিক। সারা জীবনে একাধিক সম্পর্কে জড়িয়েছেন তিনি। তার নাতি-নাতনিও রয়েছে। এখন সন্তান আসার খবরে নাকি রীতিমতো অবাক হয়েছেন মিক! তবে বেজায় খুশিও হয়েছেন তিনি।
0 awesome comments!

খবর টবর

Scroll to Top