0 awesome comments!
দুই লাখ ডলার ফেরত দিলেন ট্যাক্সি চালক!
এক যাত্রীর দুই লাখ ডলার ফেরত দিলেন বোস্টনের এক ট্যাক্সি চালক। ব্যাগ নিয়ে ওঠা ঐ যাত্রীর গন্তব্য ছিল ম্যাসাচুসেটস অ্যাভিনিউয়ের নর্থইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসের কাছাকাছি ট্রিমন্ট সড়ক। যথাযথ স্থানে যাত্রীকে নামিয়ে সঠিকভাবে চালকের দায়িত্ব পালন করেছেন বোস্টনের ঐ ট্যাক্সি চালক। কিন্তু ওই যাত্রী সঙ্গে নিয়ে আসা ব্যাগটি যে রেখে গেছেন তা একটু পরেই ট্যাক্সির পেছনের সিটে তাকিয়ে বুঝতে পারেন ড্রাইভার।
কিন্তু ব্যাগে কি রয়েছে তা তখনও জানেন না তিনি। এদিকে ব্যাগ ‘হারানোর’ বিষয়টি বুঝতে পেরে দ্রুত বোস্টন পুলিশকে ফোনে বিষয়টি জানান ওই ব্যক্তি। ততক্ষণে ব্যাগ নিয়ে পুলিশ স্টেশনে হাজির হন ড্রাইভার। আর ব্যাগের মালিক দাবি করা ওই ব্যক্তির কাছ থেকে যথাযথ প্রমাণ পেয়ে তা বুঝিয়ে দেন পুলিশ। পরে জানা যায়, ব্যাগে ছিল এক লাখ ৮৭ হাজার ডলার বা এক কোটি ৪৫ লাখের বেশি টাকা (১ ডলার সমান ৭৮ টাকা)।
এ বিষয়ে বোস্টন পুলিশ বিভাগের কমিশনার উইলিয়াম ইভান্স বলেন, উদাহরণ সৃষ্টিকারী ও সততার ‘পোস্টার’ ওই ট্যাক্সি ড্রাইভার সম্মানের দাবিদার।
কিন্তু ব্যাগে কি রয়েছে তা তখনও জানেন না তিনি। এদিকে ব্যাগ ‘হারানোর’ বিষয়টি বুঝতে পেরে দ্রুত বোস্টন পুলিশকে ফোনে বিষয়টি জানান ওই ব্যক্তি। ততক্ষণে ব্যাগ নিয়ে পুলিশ স্টেশনে হাজির হন ড্রাইভার। আর ব্যাগের মালিক দাবি করা ওই ব্যক্তির কাছ থেকে যথাযথ প্রমাণ পেয়ে তা বুঝিয়ে দেন পুলিশ। পরে জানা যায়, ব্যাগে ছিল এক লাখ ৮৭ হাজার ডলার বা এক কোটি ৪৫ লাখের বেশি টাকা (১ ডলার সমান ৭৮ টাকা)।
এ বিষয়ে বোস্টন পুলিশ বিভাগের কমিশনার উইলিয়াম ইভান্স বলেন, উদাহরণ সৃষ্টিকারী ও সততার ‘পোস্টার’ ওই ট্যাক্সি ড্রাইভার সম্মানের দাবিদার।
Published in
Khobor Tobor