0 awesome comments!
প্রেমিকার বিকিনিতে আপত্তি আইএস জঙ্গির!
৪৬ বছর বয়সী মরোকান মোহাম্মদ হারাক কিছুদিন আগে গ্রেফতার হন। তার বিরুদ্ধে অভিযোগ স্পেনে হামলার পরিকল্পনায় যুক্ত ছিলেন তিনি। ধরা পড়ার পর স্পেনের বাসিন্দা হারাক নিজেকে আন্ডার কভার এজেন্ট বলে দাবি করেন। তিনি জানান, জঙ্গি সেজে দেশের হয়েই কাজ করছেন তিনি।
এদিকে, পুলিশের তদন্তকারী কর্মকর্তার রিপোর্টে উঠে এলো নানা তথ্য। হারাকের এক বন্ধু জানিয়েছেন, গোঁড়া মতাদর্শের হারাক তার বান্ধবীকে বিকিনি পরতে বাধা দিতেন। পুরো শরীর ঢেকে থাকে এমন পোশাক পরতে বাধ্য করতেন। এমনকি বান্ধবীকে ওয়াক্সিং-ও করতে দিতেন না।
আর এসব কারণে বান্ধবী তার সঙ্গে ব্রেকআপ করে চলে যান। অন্যদিকে, হারাক বলছেন তিনি নিজের দেশের জন্য কর্তব্যই করছিলেন। সেই খাতিরেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে প্রো-আইএস কিছু মেসেজও শেয়ার করতেন। পুলিশ হারাককে অজ্ঞাত স্থানে রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন।
এদিকে, পুলিশের তদন্তকারী কর্মকর্তার রিপোর্টে উঠে এলো নানা তথ্য। হারাকের এক বন্ধু জানিয়েছেন, গোঁড়া মতাদর্শের হারাক তার বান্ধবীকে বিকিনি পরতে বাধা দিতেন। পুরো শরীর ঢেকে থাকে এমন পোশাক পরতে বাধ্য করতেন। এমনকি বান্ধবীকে ওয়াক্সিং-ও করতে দিতেন না।
আর এসব কারণে বান্ধবী তার সঙ্গে ব্রেকআপ করে চলে যান। অন্যদিকে, হারাক বলছেন তিনি নিজের দেশের জন্য কর্তব্যই করছিলেন। সেই খাতিরেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে প্রো-আইএস কিছু মেসেজও শেয়ার করতেন। পুলিশ হারাককে অজ্ঞাত স্থানে রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন।
Published in
Khobor Tobor