ফ্রান্সে অনুষ্ঠানে ঢুকে চার নারীর নগ্ন হয়ে প্রতিবাদ (ভিডিও)

Rate this item
(5 votes)
ফ্রান্সে ইসলামি দার্শনিক তারিক রামাদানের একটি অনুষ্ঠানে প্রবেশ করে চারজন নারী অর্ধনগ্ন হয়ে প্রতিবাদ করেছেন। অনুষ্ঠানস্থলে ঢুকেই তারা গায়ের কাপড় খুলে ছুড়ে মারেন, এরপর চিৎকার করে স্লোগান দিতে থাকেন। পরে আয়োজকরা জোর করে তাদের শরীরে কাপড় জড়িয়ে বাইরে নিয়ে যান।

এমন কাণ্ডে হতভম্ব হয়ে যান অনুষ্ঠানে উপস্থিত শত শত নারী-পুরুষ। বিব্রত হন আয়োজকরা। রবিবার ফ্রান্সের বরগেট শহরের ওই অনুষ্ঠানে 'ফিমেন' নামের একটি কট্টরপন্থী নারীবাদী সংগঠনের কর্মীরা ওই প্রতিবাদ জানায়। জানা গেছে, তারা স্বাধীনচেতা জীবনযাপনের পক্ষে প্রচারণার জন্য সবার নজর কাড়তে নগ্ন হয়ে এ ব্যতিক্রমী প্রতিবাদ জানায়। এবং ইসলামী অনুশাসনে নারীকে যে হিজাব (অন্যের কুদৃষ্টি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে যে পোশাকপ্রথা) করতে বলা হয়েছে তার বিরুদ্ধাচারণই তাদের উদ্দেশ্য।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছে ফিমেন। তা ইতিমধ্যে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, তারিক রামাদানের বক্তব্যের মাঝে ইসলামী পোশাক পরা এক নারী মঞ্চের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ ওই নারী মঞ্চে উঠে তার শরীরের কাপড় খুলে ছুড়ে মারেন।

ওই নারী তার বোরকা রামাদানের মাথায় জড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় অনুষ্ঠানস্থলে আগে থেকে ঘাপটি মেরে বসে থাকা আরও কয়েক নারী শরীরের কাপড় ছুড়ে মঞ্চের দিকে তেড়ে যান। পরে আয়োজক সংগঠনের লোকজন ওই চার নারীকে সেখান থেকে বের করে দেন। ওই নারীদের শরীরে বিভিন্ন স্লোগান লেখা দেখা যায়। একজনের শরীরে লেখা ছিল, 'আল্লাহ কোন রাজনীতিক নন'। ওই নারীরা বলেন, মুসলিম ব্রাদারহুডের কর্তৃত্ববাদী প্রকল্প আমাদের স্বাধীনচেতা মূল্যবোধের সঙ্গে চলবে না।

ভিডিও দেখতে ক্লিক করুন
0 awesome comments!

খবর টবর

Scroll to Top