0 awesome comments!
স্কুলে 'ভূত আতঙ্ক'
'ভূত আতঙ্কে' মালয়েশিয়ার উত্তরাঞ্চলের একটি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীরা স্কুলের একটি হলে 'ভূত' হাঁটছে দেখতে পাওয়ার দাবি করার পর স্কুলটি বন্ধ হয়ে যায়।
এক খবরে বলা হয়, 'ভূত' তাড়াতে কবিরাজ, হেকিম, ইসলামিক তান্ত্রিক ও মানসিক ডাক্তারের শরণাপন্ন হয় স্কুল কর্তৃপক্ষ। তারা সম্মিলিতভাবে ‘ভূত’ তাড়ানোর কাজ করেন।
গত সপ্তাহে ওই স্কুলের কিছু মানুষ ‘অতিপ্রাকৃত’ কিছু দেখতে পাওয়ার দাবি করার পর থেকে সেখানে ‘ভূত আতঙ্ক’ সৃষ্টি হয়।
অবশ্য স্কুলটি আবার খোলা হয়েছে। তবে প্রকৃতপক্ষে কি ঘটেছিল তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। খবর ডেইলি মিররের
এক খবরে বলা হয়, 'ভূত' তাড়াতে কবিরাজ, হেকিম, ইসলামিক তান্ত্রিক ও মানসিক ডাক্তারের শরণাপন্ন হয় স্কুল কর্তৃপক্ষ। তারা সম্মিলিতভাবে ‘ভূত’ তাড়ানোর কাজ করেন।
গত সপ্তাহে ওই স্কুলের কিছু মানুষ ‘অতিপ্রাকৃত’ কিছু দেখতে পাওয়ার দাবি করার পর থেকে সেখানে ‘ভূত আতঙ্ক’ সৃষ্টি হয়।
অবশ্য স্কুলটি আবার খোলা হয়েছে। তবে প্রকৃতপক্ষে কি ঘটেছিল তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। খবর ডেইলি মিররের
Published in
Khobor Tobor