এক জোড়া টায়ারের দাম ৪ কোটি!

Rate this item
(1 Vote)
সম্প্রতি দুবাইয়ে এক জোড়া টায়ার বিক্রি হয়েছে ৪ কোটি টাকায়। ইতোমধ্যে সবচেয়ে দামী টায়ার হিসেবে গিনেজ বুকে নামও উঠে গেছে। টায়ার দু’টি তৈরি করেছে দুবাইয়ের জেড টায়ারস নামে একটি সংস্থা।

৪ কোটি টাকায় বিক্রি হওয়া এই টায়ারের বৈশিষ্ট্য হলো এই টায়ার দু’টির গায়ে স্বর্ণ দিয়ে খোদাই করে নকশা তৈরি করা হয়েছে। এই নকশা করেছে ইতালির একটি বিখ্যাত জুয়েলারি সংস্থা।
0 awesome comments!
Scroll to Top