0 awesome comments!
এক কাবাবের দাম ৭ লাখ টাকা
কাবাবের কথা শুনলে অনেকেরই জিভে পানি আসে। কাবাবের ধরণের কোন শেষ নেই। জালি কাবাব, টিকিয়া কাবাব, চিংড়ির কাবাব, বিফ শিক কাবাব, আদানা কাবাব, আফগানি বিফ কাবাব, ডোনাট কাবাব, শামি কাবাব, শাহী কাঠি কাবাব, বিন্দি কাবাব, ভেজিটেবল মুঠো কাবাব, মাটন কাঠি কাবাব, তন্দুরি ম্যাংগো চিকেন কাবাব, চিকেন রেশমি কাবাব- আরও কত কী। এরমধ্যে অনেকগুলোই, কেউ বা সবগুলোই চেখে দেখেছেন।
কিন্তু কত দাম দিয়ে? জানেন কি লন্ডনের হ্যাজেফ রেস্তোরায় যে স্পেশাল কাবাবটা পাওয়া যায় তার একটার দাম ৯২৫ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় সাত লাখ টাকার বেশি। দামটা শুনে অনেকে চমকে যেতেই পারেন। কিন্তু বিশ্বের সেরা কাবাবটা খাবেন, আর তার জন্য একটু ব্যয় করবেন না? আর যারা এসব কাবাব খান তারা কী আর দামের কথা ভাবেন? হ্যাজেফ রেস্তোরার শেফ এ প্রসঙ্গে জানিয়েছেন, তাঁরা কোনও একটি বিশেষ খাবার বানানোর পরিকল্পনা করেছিলেন।
এমন খাবার যা সবার থেকে আলাদা হবে। বিশেষ কোনও ধরণের কিছু। তাই তাঁরা এই 'রয়্যাল কাবাব' বানালেন। ঘ্রাণে তো অর্ধেক ভোজন হয়ে যায় বলে প্রচলিত রয়েছে। কিন্তু কাবাব তৈরির ভিডিও দেখলে আপনার ভোজন কতটা হবে আমাদের জানা নেই। তাই আপনারাই ভিডিওটা দেখে বুঝে নিন আপনার ভোজন কতটা পূরণ হল।
কিন্তু কত দাম দিয়ে? জানেন কি লন্ডনের হ্যাজেফ রেস্তোরায় যে স্পেশাল কাবাবটা পাওয়া যায় তার একটার দাম ৯২৫ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় সাত লাখ টাকার বেশি। দামটা শুনে অনেকে চমকে যেতেই পারেন। কিন্তু বিশ্বের সেরা কাবাবটা খাবেন, আর তার জন্য একটু ব্যয় করবেন না? আর যারা এসব কাবাব খান তারা কী আর দামের কথা ভাবেন? হ্যাজেফ রেস্তোরার শেফ এ প্রসঙ্গে জানিয়েছেন, তাঁরা কোনও একটি বিশেষ খাবার বানানোর পরিকল্পনা করেছিলেন।
এমন খাবার যা সবার থেকে আলাদা হবে। বিশেষ কোনও ধরণের কিছু। তাই তাঁরা এই 'রয়্যাল কাবাব' বানালেন। ঘ্রাণে তো অর্ধেক ভোজন হয়ে যায় বলে প্রচলিত রয়েছে। কিন্তু কাবাব তৈরির ভিডিও দেখলে আপনার ভোজন কতটা হবে আমাদের জানা নেই। তাই আপনারাই ভিডিওটা দেখে বুঝে নিন আপনার ভোজন কতটা পূরণ হল।
Published in
Khobor Tobor