সুন্দরী নর্তকীর আবেদন ফেলতে পারলেন না ওবামা (ভিডিও)

Rate this item
(2 votes)
বেড়াতে গিয়ে সুন্দরী নর্তকীর আবেদন ফেলতে পারলেন না মার্কিন প্রেসিডেন্ট। শেষমেশ উঠে এসে তার হাত ধরলেন, তার কোমরেও হাত রাখলেন। পায়ে পা মিলিয়ে নাচলেন। বুঝিয়ে দিলেন শুধু দেশই চালান না, নাচেও কম যান না মার্কিন প্রেসিডেন্ট।

স্ত্রী মিশেলকে সঙ্গে করে লাতিন আমেরিকা চষে বেড়াচ্ছেন ওবামা। সম্প্রতি গিয়েছিলেন কিউবা। এখন আর্জেন্টিনাতে। সেখানেই এই চোখ ছানাবড়া করা বিষয়টি ঘটল।

স্টেট ডিনারে মাননীয় অতিথি ওবামার আতিথ্যে আয়োজন করা হয়েছিলে আর্জেন্টাইন ট্যাঙ্গো নাচের। নাচতো উপভোগ করলেন ওবামা কিন্তু নর্তকী যে তার দিকে হাত বাড়িয়ে দেবেন তা বোধহয় বুঝে উঠতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট। অগত্য ভদ্রতা রক্ষায় উঠে আসতেই হল। অবশ্য হোয়াইট হাউজে মাঝে মধ্যেই বিভিন্ন পার্টিতে নাচেন ওবামা। তাই অভ্যাসটা আরেকটু ঝালাই করে নেওয়ার সুযোগটাও বোধহয় হাতছাড়া করতে চাননি। তাই লেগে গেলেন সুন্দরীর সঙ্গে পায়ে পা মেলাতে।

এদিকে স্বামী যেখানে নর্তকীর সঙ্গে পা মেলাচ্ছেন তখন ফার্স্ট লেডি মিসেলই বা বসে থাকবেন কেন। তিনি নর্তকের সঙ্গে নেমে পড়লেন ট্যাঙ্গো নাচে।

ভিডিও দেখতে ক্লিক করুন
0 awesome comments!
Scroll to Top