শিক্ষা বৃত্তি পাওয়ায় স্ত্রীকে তালাক!

Rate this item
(2 votes)

বিদেশে উচ্চশিক্ষার জন্য বৃত্তি পাওয়ায় এক নারীকে ডির্ভোস দিয়েছেন তার স্বামী। ঘটনাটি ঘটেছে সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশে। ডিভোর্স দিয়েই ক্সান্ত হননি স্বামীটি। দ্বিতীয়বার বিয়েও করেছেন। ওই দম্পতির একটি ছেলে সন্তান রয়েছে।

এদিকে, সরকারি বৃত্তি পাওয়ার অপরাধে স্ত্রীকে তালাক দেয়ার ঘটনায় সৌদি আরবের সোশ্যাল মিডিয়ায় মতপার্থক্যে সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন, যে স্ত্রী বছরের পর বছর ধরে পড়াশোনার জন্য সংসার ফেলে বিদেশ থাকবেন তাকে ডিভোর্স দেয়ার অধিকার রয়েছে ওই স্বামীর। আবার কেউ কেউ বলছেন, স্বামী কেবল নিজের দিকটাই দেখেছেন। তার উচিত ছিল স্ত্রীর সুন্দর ভবিষ্যতের চিন্তা করে উচ্চশিক্ষায় তাকে সহায়তা করা। আসলে তার স্বামীর ভয় হচ্ছিল যে, বিদেশে পড়াশোনার পর সামাজিক মর্যাদায় স্ত্রী তাকে ছাড়িয়ে যাবেন এবং এই অশঙ্কা থেকেই তিনি তাকে তালাক দিয়েছেন এমনটাও বলছেন অনেকে।

উল্লেখ্য, পশ্চিম ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষার জন্য দেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মোটা অঙ্কের বৃত্তি দিয়ে থাকে সৌদি শিক্ষা মন্ত্রণালয়।

0 awesome comments!

খবর টবর

Scroll to Top