গোপনাঙ্গে বন্দুক, ৩ বছরের কারাদণ্ড তরুণীর

Rate this item
(6 votes)

কয়েক মাস আগে বাতিল হওয়া লাইসেন্স নিয়ে গাড়ি চালানোর সময় তেনেসির কিংসপোর্টে ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়েছিল সে। এর পর ১৯ বছর বয়সী ওই তরুণীর দেহ তল্লাশি করতে গিয়ে হতবাক হয়ে যান এক মহিলা কর্মকর্তা। তরুণীর গোপনাঙ্গ থেকে গুলি ভর্তি বন্দুক উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ৪ ইঞ্চ দীর্ঘ .২২ বোরের ক্যালিবার নর্থ অ্যামেরিকান রিভলভারটি বছর দুয়েক আগে ৭০ বছর বয়সী এক সেলসম্যানের গাড়ি থেকে চুরি করা হয়েছিল বলে জানা যায়। আর সেই অপরাধসহ একাধিক অভিযোগে ওই তরুণীর তিন বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

তবে, কেন সে দেহের মধ্যে আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখেছিল তা জানা যায়নি বলে জানিয়েছেন তরুণীর আইনজীবী। এ ছাড়াও মেয়াদ ফুরোনো লাইসেন্স নিয়ে গাড়ি চালানো, গাঁজা রাখা ও আদালতে ঠিক সময়ে হাজির হতে না পারার অপরাধেও অভিযুক্ত এই তরুণী।

0 awesome comments!
Scroll to Top