পরিত্যক্ত খনিতে ১০০ গাড়ি

Rate this item
(1 Vote)

রিটেনের সিরাডিজিওনের একটি পরিত্যক্ত স্লেট খনিতে ৪৫ বছরের পুরনো কমপক্ষে ১০০ গাড়ির খোঁজ মিলেছে। খনির ৬৫ ফুট গভীরে পাওয়া গাড়িগুলো ১৯৭০ দশকের বলে বিশ্লেষকদের মত।

গ্রেগরি রিভোলেট (৩১) নামে এক অনুসন্ধানকারী গাড়িগুলোর খোঁজ পান। তিনি ৪ ঘণ্টা অনুসন্ধান চালিয়ে খনির ১৯ মিটার নিচে গাড়িগুলোর সন্ধ্যান পান।  খনি থেকে গাড়িগুলো তুলে আনাটা বেশ ব্যায়বহুল হবে বলে তার মত। ১৯৬০ সাল থেকে খনিটি বন্ধ রয়েছে।  

0 awesome comments!
Scroll to Top