১৯ দিনে ৫৭তলা ভবন! (ভিডিওসহ)

Rate this item
(5 votes)

বিশ্বের সকল প্রকৌশলীকে বিস্ময়ে বিমূঢ় করে দিয়েছে একটি চাইনিজ আর্কিটেকচার কম্পানি। মাত্র ১৯টি দিনে তারা বানিয়েছে ৫৭তলা ভবন। ওই ভবনে অ্যাপার্টমেন্ট আছে ৮০০টি। যেনতেনভাবে নয়, রীতিমতো নিরাপদ এবং টেকসই ভবন এটি।

স্থাপনা প্রকৌশলবিদ্যার সহজ, কিন্তু অসাধারণ এক আবিষ্কারের মাধ্যমে এ অসম্ভবকে সম্ভব করেছেন চীনের এক উদ্যোক্তা ঝ্যাং ইউই। ভবন গড়ে তোলার গতানুগতিক ধারায় একটা আমূল পরিবর্তন আনার স্বপ্ন দেখতেন তিনি, এবিসি সংবাদমাধ্যমকে জানান ঝ্যাং।

৫৭তলা ভবনটির নাম মিনি স্কাই সিটি। এর প্রতি ৩টি তলা একদিনের মধ্যে বানানো হয়েছে। এত বড় ভবনের নামে 'মিনি' শব্দটি জুড়ে দেওয়ার পেছনে কারণ রয়েছে। ঝ্যাং ইউই-এর প্রতিষ্ঠান ব্রড গ্রুপের পরিকল্পনায় পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বানানোর পরিকল্পনা রয়েছে। এটি দুবাইয়ের 'বুর্জ আল খলিফা'র মাথাকেও ছাড়িয়ে যাবে। ২২০তলা ভবনটির নামে আর 'মিনি' শব্দটি থাকবে না। এর নাম হবে 'স্কাই সিটি'।

এবিসি-কে ঝ্যাং আরো জানান, বুর্জ বানাতে ৫ বছর লেগেছিল। কিন্তু আমাদের স্কাই সিটি বানানো সময়ের ব্যাপার মাত্র। মাত্র ৭ মাসে আমরা সর্বোচ্চ ভবনটি বানিয়ে ফেলবো।

এত কম সময়ে টেকসই সুউচ্চ ভবন বানানোর মন্ত্রটির নাম 'মডিউলার কনস্ট্রাকশন'। এ পদ্ধতিতে ভবন বানানো হয় অন্য স্থানে। নিয়ন্ত্রিত পরিবেশে এর কাজ চলে। অন্যান্য ভবনের মতো একই উপকরণ দিয়ে এবং একই ডিজাইন কোড ব্যবহার করে এবং মান নিয়ন্ত্রণ পরীক্ষায় পাস হয়ে তবেই ঝ্যাংয়ের ভবন বাস্তবে রূপ নেয়। এ পদ্ধতিতে একটি ভবনের বিভিন্ন অংশ 'মডিউল' আকারে গড়ে তোলা হয়। এরপর শুধু জুড়ে দেওয়ার কাজ।

আসবাবপত্র বানানোর ক্ষেত্রে 'ইকইয়া' নামের একটি প্রতিষ্ঠান ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। এরা 'মডিউলার আসবাব' বানায় যা মানুষের যেকোনো চাহিদা পূরণ করতে সক্ষম। ঝ্যাংয়ের ভবন অনেকটা আসবাব তৈরির পদ্ধতির মতোই।

ব্রড গ্রুপের এক প্রকৌশলী চেন জিয়াংকিয়ান জানান, প্রচলিত পদ্ধতিতে ইঁটের ওপর ইঁটের গাঁথুনিতে ভবন গড়ে ওঠে। আমাদের শুধু ব্লকগুলো বসাতে হয়।

ভিডিও দেখতে ক্লিক করুন

0 awesome comments!

খবর টবর

Scroll to Top