এবার গাঁজার বড়ি অনলাইনে

Rate this item
(4 votes)

ইউরোপে প্রথমবারের মতো বিক্রি শুরু হয়েছে বৈধতা পাওয়া গাঁজার বড়ির। মূলত 'পুষ্টিকর সম্পূরক' হিসেবে বাজারে আসা ১০০ মিলিগ্রামের স্যাটিফার্ম বড়িগুলো একটি অনলাইনের মাধ্যমে গ্রাহকদের কাছে বিক্রি করা হচ্ছে।

স্যাটিফার্ম নামের বড়িগুলোতে ক্যানাবিনোইড (সিবিডি) নামে এক ধরনের উপাদান রয়েছে যা গাঁজার মতো মানসিক উত্তেজনা তৈরি করে না। কোনো উত্তেজক প্রভাব ছাড়াই এর শারীরিক উপকারিতা রয়েছে। তবে চিকিৎসকেরা বড়িটির বিপক্ষে মত দিয়েছেন। তাদের মত, সিবিডি দীর্ঘস্থায়ী ব্যথা, ক্যান্সার, দুশ্চিন্তা, ডায়বেটিস, ইপিলিপসি, ঘুম ব্যাঘাত, বাত এবং অনান্য শারীরিক অবস্থার অবনতি ঘটাতে পারে।

সিবিডির প্রতিটি বড়ির দাম ধরা হয়েছে তিন ইউরো বা ২.১৯ পাউন্ড। অনলাইনটিতে ৩০টি বড়ি বিক্রি হচ্ছেন ৮৯ ইউরোতে। বড়িগুলো তৈরি করেছে এমএমজে ফটোটেক নামে এক অস্ট্রেলিয়ান ফার্ম। ফার্মটি চলতি বছর ১০ লাখ বড়ি তৈরি করার আশাবাদ ব্যক্ত করেছে।

0 awesome comments!

খবর টবর

Scroll to Top