0 awesome comments!
নারীদের চেঞ্জিং রুমে ঢুকে পড়ল যুবক! (ভিডিও)
নারীদের চেঞ্জিং রুমে গোপন ক্যামেরা থাকার অভিযোগ হরহামেশাই ওঠে বিভিন্ন শপিং মল ও পার্লারের বিরুদ্ধে। এ ধরণের ঘটনা বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর। কিন্তু এবার যা ঘটল তাতে আপনি হাসতে হাসতে গড়াগড়ি খাবেন। একটি শপিং মলের ঘটনা। কয়েকটি জামা হাতে নিয়ে ট্রায়াল রুমে ঢোকেন এক যুবক। ট্রায়াল দেওয়ার পর বের হতে গিয়ে ঢুকে পড়েন নারীদের চেঞ্জিং রুমে। সেই সময় ৪ তরুণী সেখানে পোশাক পরিবর্তনে ব্যস্ত।
তাকে দেখে রীতিমতো চিত্কার করে ওঠেন ওই তরুণীরা। মুহূর্তের মধ্যে সেখান থেকে দরজা বন্ধ করে বেরিয়ে আসেন তিনি। ফের বের হতে গিয়ে একই অবস্থা। লজ্জায় ও ভয়ে কিছু সময় অপেক্ষা করার পর সেখান থেকে ফের দরজা খোলা মাত্রই দেখতে পান সেই মলের ফ্লোর। তাকে যে বোকা বানানো হয়েছে সেটা বুঝতে অনেকটা সময় লাগে যুবকের। আসলে ওটা ছিল একটি অস্থায়ী সেট।
ঘটনাটি ভিডিও করা হয়। পরে পুরো বিষয়টি ওই যুবককে দেখাতে সেও হেসে গড়াগড়ি খায়। যদিও ঘটনাটি ২০১৩ সালের, তবে এখনও এটি ইউটিউবে সমান জনপ্রিয়।
ভিডিও দেখতে ক্লিক করুন
তাকে দেখে রীতিমতো চিত্কার করে ওঠেন ওই তরুণীরা। মুহূর্তের মধ্যে সেখান থেকে দরজা বন্ধ করে বেরিয়ে আসেন তিনি। ফের বের হতে গিয়ে একই অবস্থা। লজ্জায় ও ভয়ে কিছু সময় অপেক্ষা করার পর সেখান থেকে ফের দরজা খোলা মাত্রই দেখতে পান সেই মলের ফ্লোর। তাকে যে বোকা বানানো হয়েছে সেটা বুঝতে অনেকটা সময় লাগে যুবকের। আসলে ওটা ছিল একটি অস্থায়ী সেট।
ঘটনাটি ভিডিও করা হয়। পরে পুরো বিষয়টি ওই যুবককে দেখাতে সেও হেসে গড়াগড়ি খায়। যদিও ঘটনাটি ২০১৩ সালের, তবে এখনও এটি ইউটিউবে সমান জনপ্রিয়।
ভিডিও দেখতে ক্লিক করুন
Published in
Khobor Tobor

সস্ত্রীক ব্রিটেনে থাকার জন্য কয়েক বছর ধরেই প্রশাসন ও আদালতের…
সৌদি আরবের রাস্তার ক্রসিং পয়েন্টে দাঁড়িয়ে নাচার অপরাধে এক ১৪…
ভ্রমণকালে কিংবা সাধারণ সময়ে মেয়েদের কিছুটা বড় হ্যান্ডব্যাগ বহন করতে…
কিছুদিন আগেও কেউ যদি প্যারিসে একটি রুম ভাড়া করতে চাইতেন,…
অন্ততপক্ষে দুটো বিয়ে করতেই হবে। দেশের সব পুরুষের জন্য এমনই… 