0 awesome comments!
সাইকেলে শপথ নিতে এলেন মন্ত্রী!
মন্ত্রী হতে শপথ নিতে গেলেন সাইকেলে। মন্ত্রী হয়ে ফিরলেনও সাইকেলে। তারা হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের দুই নতুন মন্ত্রী মনসুখ মাণ্ডাভিয়া ও অর্জুন মেঘওয়াল। অনেক দিন ধরেই সাইকেল চড়ে সংসদে যান এই দুই জনপ্রতিনিধি। বুধবারও তার ব্যতিক্রম হয়নি।
সকালে শপথ নেওয়ার জন্য সাইকেল চেপেই গেলেন রাষ্ট্রপতি ভবনে। নতুন মন্ত্রীকে নিরাপত্তা দিতে দিল্লি পুলিশও গাড়ি ছেড়ে বাইকে চেপে পথ দেখিয়ে নিয়ে যান। কারণ, নতুন মন্ত্রীদের সাইকেলে দেখে জনতা ও সমর্থকদের রাস্তায় উৎসাহের কোন কমতি ছিল না।
সকালে শপথ নেওয়ার জন্য সাইকেল চেপেই গেলেন রাষ্ট্রপতি ভবনে। নতুন মন্ত্রীকে নিরাপত্তা দিতে দিল্লি পুলিশও গাড়ি ছেড়ে বাইকে চেপে পথ দেখিয়ে নিয়ে যান। কারণ, নতুন মন্ত্রীদের সাইকেলে দেখে জনতা ও সমর্থকদের রাস্তায় উৎসাহের কোন কমতি ছিল না।
Published in
Khobor Tobor