মৃত মানুষের সঙ্গে সেলফি
শেষ পর্যন্ত মৃত ব্যক্তির সঙ্গে সেলফি তুলল এক সৌদি কিশোর। সেলফিটি ফেসবুকে পোস্ট করার পর হতভম্ব হয়ে পড়েন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। তারা এ ধরনের কাণ্ডজ্ঞানহীন আচরণে ক্ষোভে ফেটে পড়েন।
সম্প্রতি সৌদি আরবের মদিনায় একটি হাসপাতালে মৃত ভাইয়ের বামপাশে দাঁড়িয়ে সেলফিটি তোলে ওই কিশোর। “গুডবাই ভাই” ক্যাপশনে পরপরই সেটি আপলোড করে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর একটি নালিশও জমা পড়ে। নালিশটি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে মদিনার সংশ্লিষ্ট হাসপাতাল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, হাসপাতালে প্রবেশ করে ওই তরুণকে সেলফি তুলে দেওয়ার সুযোগকারীদের ও খোঁজা হচ্ছে।
মদিনার পাবলিক রিলেশন ও মিডিয়া বিভাগের প্রধান আবদুল রাজাক হাফেদ বলেন, এ ঘটনার তদন্ত চলছে। ওই কিশোর যা করেছে তা কেবল নিন্দনীয়ই নয়, জঘন্যও।সৌদ আল হারবি নামে এক আইনজীবীর মতে, এই কাণ্ডজ্ঞানহীন আচরণের দায়ে শাস্তি না দিলে অন্যরা এ ধরনের আচরণ করতে ভয় পাবে না।