টর্নেডো উড়িয়ে নিয়ে গেল ছাত্রীকে (ভিডিও)

Rate this item
(1 Vote)
কয়েক দিন আগের কথা। চীনের জিউকুয়ানে একটি স্কুলের মাঠে ছোট ছোট ছাত্র-ছাত্রীরা জড়ো হয়েছিল স্পোর্টস ডে-র সেলিব্রেশনের জন্য। কিন্তু সেই সেলিব্রেশন যে এতটা মারাত্মক হবে তা কেউ কল্পনাও করেনি। হঠাৎই শুরু হয় টর্নেডো।

স্কুলের খেলার মাঠে গোল করে ধোঁয়ার মতো পাকিয়ে উঠতে থাকে ঝড়। উল্টা-পাল্টা করে দেয় গোটা স্কুল চত্বর। বাতাসে উড়তে থাকে ছেলেমেয়েদের বই খাতা থেকে যাবতীয় জিনিসপত্র।

এমনকি ঝড়ে উড়িয়ে নিয়ে যায় এক ছোট্ট স্কুলছাত্রীকেও। অনেক উঁচুতে উঠিয়ে নিয়ে গিয়ে তারপর আছাড় মেরে ফেলে দেয় নীচে। প্রচণ্ড চোট পেয়ে অসুস্থ হয়ে পড়ে মেয়েটি। বর্তমানে সে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি। ভয়ঙ্কর এই টর্নেডোর ছবি ধরা পড়েছে ক্যামেরায়।

ভিডিও দেখতে ক্লিক করুন
0 awesome comments!
Scroll to Top