আত্মহত্যা থেকে বাঁচালো সি-লায়ন
আজ থেকে প্রায় ১৫ বছর আগে কথা। মানসিক অবসাদে ভুগতে থাকা অস্ট্রেলিয়ার কেভিন হাইনস আত্মহত্যা করতে গিয়েছিলেন৷ এজন্য পানিতে ঝাঁপও দিয়েছিলেন তিনি। কিন্তু ঝাঁপ দিয়েও বেঁচে গেলেন এ অস্ট্রেলিয়ান। সেই কেভিন আজ অবসাদগ্রস্ত মানুষকে আত্মহত্যার চেষ্টা করা থেকে আটকানোর ব্রত নিয়েছেন৷
জানা যায়, ২০০০ সালে সান ফ্রানসিস্কোর বিখ্যাত গোল্ডেন গেট ব্রিজ থেকে জলে ঝাঁপ দিয়ে মরতে গিয়েছিলেন কেভিন৷ কিন্তু, জলে পড়ার পরও মারা যাননি তিনি৷ ভেবেছিলেন, একটু পরেই ডুবে যাবেন৷ কিন্তু, পানির তলায় একটি জীব তার চারপাশে ঘুরতে শুরু করে৷
প্রথমে ভয় পেয়ে কেভিন মনে করেছিলেন, হয়তো কোনো হাঙর৷ কিন্তু, কিছুক্ষণ পরেই তিনি বুঝতে পারেন, পানির মধ্যে তার চার দিকে ঘুরতে থাকা ওই জীবটির উদ্দেশ্য তার প্রাণরক্ষা করা৷ ওই জীবটি যে একটি সি-লায়ন তা-ও বুঝতে পারেন তিনি৷ সে দিন যত বারই ডুবে যাওয়ার অবস্থায় এসেছিলেন কেভিন প্রতিবারই জোরে ধাক্কা দিয়ে তাকে ভাসিয়ে রেখেছিল ওই সি-লায়নটি৷
সি লায়নের চেষ্টায় প্রাণে বেঁচে যাওয়া কেভিন বদলে যান এমনই যে সেদিনের পর কত অবসাদগ্রস্ত মানুষকে যে আত্মহত্যা করা থেকে বাঁচিয়েছেন তার ইয়ত্তা নেই।