পোষা কুকুরকে মিলিয়ন ডলারের সম্পত্তি উইল!
পোষা প্রাণীর জন্য মানুষ কত কিছুই না করে। তবে যুক্তরাষ্ট্রের ৬০ বছর বয়সী এক বৃদ্ধা যা করলেন তা হয়তো সব কিছুকে ছাড়িয়ে গেছে। ওই মহিলা এক মিলিয়ন ডলারের সমমূল্যের সম্পত্তি তার একটি পোষা কুকুরের নামে উইল করে দিয়েছেন! সম্পত্তির মধ্যে রয়েছে পরিধেয় অলংকার, একটি ট্রাস্ট ফান্ড ও নিজের অবকাশ যাপনের একটি বাড়ি।
দয়ালু ওই মহিলার নাম রোজ অ্যান বলাসনি। সে নিউইয়র্কের বাসিন্দা। তার পোষা কুকুরটির নাম 'বেল্লা মিয়া'। নিউইয়র্ক পোস্ট রোজকে উদ্ধৃত করে তাদের এক প্রতিবেদনে জানায়, 'আমার জীবদ্দশায় বেল্লা যে রকম আরামদায়ক জীবনযাপনে অভ্যস্ত আছে আমার মৃতু্যর পরও যাতে সে একই রকম বিলাসবহুল জীবনযাপন করতে পারে সেজন্যই আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি।'
পোষা কুকুরকে এত বিশাল পরিমাণ সম্পত্তি উইল করে দেওয়ার বিষয়ে রোজের দুই ছেলের কোনো আপত্তি নেই বলেও তিনি জানিয়েছেন। বরং এতে তারা খুশি। এ বিষয়ে ব্যাখা দিয়ে রোজ বলেন, 'তারা খুশি বোধ করছে কারণ তারা বেল্লার চেয়ে বেশিই পাচ্ছে।' তিনি আরো বলেন, ' আমার সন্তানরা বড় হয়ে গেছে এবং তারা সফল। তাদের আমার টাকার দরকার নেই। তারা জানে বেল্লা আমার স্বামী ও আমাকে কতটা সুখি করেছে।' তার দুই ছেলের নাম লুইস [৩৮] ও রবার্ট [৩২বছর]।
বেল্লা মিয়ার বর্তমান বয়স ৩ বছর। এত অল্প বয়সেই সুন্দর পোষা প্রাণী হিসেবে সে বেশ কয়েকটি পুরস্কারও জিতেছে। এর মধ্যে রয়েছে ২০১৪ পাপি প্রম পুরস্কার এবং ২০১৩ ও ২০১৪ সালে নিউইযর্ক পেট ফ্যাশন শো পুরস্কার।

সেলফি নিয়ে উত্সাহের আতিশয্যে আবারও প্রাণ গেল দুই ব্যক্তির! দু'টো…
সম্প্রতি দীপাবলি উপলক্ষে কর্মচারীদের ফ্ল্যাট উপহার দিয়েছিলেন সাবজি ঢোলাকিয়া। এবার…
তাইওয়ানের ফার্স্ট কর্মাশিয়াল ব্যাংকে কাস্টমারদের সেবা দেওয়ার জন্য 'পিপার' নামের…
কোন কাজ না করে শুয়েই তিন মাসে আয় ১৮ হাজার…
মাত্র এক সপ্তাহেই চাকরি খোয়ালেন সহ-শিক্ষিকা জেম্মা লেয়ার্ড। তাঁর বিরুদ্ধে… 