0 awesome comments!
গোপনে বিয়ে সারলেন মল্লিকা
স্থানীয় গণমাধ্যমের বেশ কয়েকটি খবরে দাবি করা হচ্ছে যে, বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত নাকি গোপনে তার ফরাসি বন্ধু সিখিল অক্সেনফঁকে বিয়ে করেছেন। ফ্রান্সের রাজধানী প্যারিসে নাকি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এমনকি বিয়ের প্রস্তাব দেয়ার আগে মল্লিকাকে নাকি সিখিল একটি দামী গাড়িও উপহার দিয়েছেন।
তবে এসব খবরকে স্রেফ গুজব বলেই উড়িয়ে দিয়েছেন 'মার্ডার' খ্যাত এ অভিনেত্রী। এ ধরনের গুজব না ছড়ানোর জন্যও তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। এক টুইটার পোস্টে মল্লিকা লিখেন, 'গুজব ছড়ানো বন্ধ করুন। বিয়ের খবর সত্যি নয়। যেদিন আমি বিয়ে করবো সেদিন আপনাদের সবাইকে দাওয়াত দিবো।' আরেক টুইটবার্তায় তিনি লিখেন, 'এটা সত্যি নয়।
দয়া করে গুজব ছড়ানো বন্ধ করুন। আমি নিজের অভিনীত মুভি 'টাইম রেইডারস' নিয়ে বর্তমানে কানের [চলচ্চিত্র উৎসব] পথে আছি।' উল্লেখ্য, দিল্লিভিত্তিক পাইলট করন সিং জিলকে এর আয়ে বিয়ে করেছিলেন মল্লিকা। তবে তাদের বিয়ে ভেঙে গেছে। এরপর থেকেই অবশ্য এসব ব্যাপারে বেশ ধীরেসুস্থ্যে পা ফেলছেন এই অভিনেত্রী।
তবে এসব খবরকে স্রেফ গুজব বলেই উড়িয়ে দিয়েছেন 'মার্ডার' খ্যাত এ অভিনেত্রী। এ ধরনের গুজব না ছড়ানোর জন্যও তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। এক টুইটার পোস্টে মল্লিকা লিখেন, 'গুজব ছড়ানো বন্ধ করুন। বিয়ের খবর সত্যি নয়। যেদিন আমি বিয়ে করবো সেদিন আপনাদের সবাইকে দাওয়াত দিবো।' আরেক টুইটবার্তায় তিনি লিখেন, 'এটা সত্যি নয়।
দয়া করে গুজব ছড়ানো বন্ধ করুন। আমি নিজের অভিনীত মুভি 'টাইম রেইডারস' নিয়ে বর্তমানে কানের [চলচ্চিত্র উৎসব] পথে আছি।' উল্লেখ্য, দিল্লিভিত্তিক পাইলট করন সিং জিলকে এর আয়ে বিয়ে করেছিলেন মল্লিকা। তবে তাদের বিয়ে ভেঙে গেছে। এরপর থেকেই অবশ্য এসব ব্যাপারে বেশ ধীরেসুস্থ্যে পা ফেলছেন এই অভিনেত্রী।
Published in
Banglatainment