0 awesome comments!
চলচ্চিত্রে ফারিয়া
মম, বিন্দু, বাঁধন ও মিমের পর এবার চলচ্চিত্রে নাম লেখালেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার ফারিয়া। নির্মাতা সামিয়া জামানের শিশুতোষ চলচ্চিত্র ‘ছেলেটা’তে তিনি অভিনয় করছেন। এটি ফারিয়া অভিনীত প্রথম চলচ্চিত্র। সরকারি অনুদানে নির্মিত ছবিটির ব্যাপারে সম্প্রতি ফারিয়ার সঙ্গে কর্তৃপক্ষের কথাবার্তা চূড়ান্ত হয়।
গত বুধবার থেকে বিএফডিসির ৯ নম্বর ফ্লোরে ছবির শুটিংয়ে ফারিয়া অংশ নিয়েছেন। ছবিতে অভিনয় প্রসঙ্গে ফারিয়া বললেন, ‘মিডিয়াতে আমার আগমনটা ঘটেছে চ্যানেল আইয়ের কল্যাণে। যখন ছবিটির ব্যাপারে তাঁরা আমার সঙ্গে যোগাযোগ করেন, তখন একবাক্যেই রাজি হয়ে যাই।
চ্যানেল আইয়ের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা বোধ থেকেই ছবিটি করা। তা ছাড়া ছবির গল্পটাও আমার ভালো লেগেছে।’ পরিচালক সামিয়া বললেন, ‘আসলে একটি বাচ্চাকে নিয়ে ছবির গল্প আবর্তিত হয়েছে। একটি বাচ্চা গ্রাম থেকে পালিয়ে ঢাকা শহরে চলে আসে। এরপর তার জীবনটা কেমন হয়।
কীভাবে সে বেড়ে ওঠে। তার জীবনের চড়াই-উতরাই সবকিছুই এ ছবির গল্পে ফুটে ওঠে। এখানে বিভিন্নভাবে আসেন ফেরদৌস, ফারিয়া ও রাজ্জাক। মনে হচ্ছে, ছবিটির পরী চরিত্রটির জন্য ফারিয়াই উপযুক্ত। তাই তাঁকে নিয়ে ছবিটি শুরু করেছি। আমার বিশ্বাস এ ছবিটির মাধ্যমে ফারিয়া তাঁর শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখতে পারবে।’
জুলফিকার রাসেলের কাহিনি অবলম্বনে নির্মাণাধীন এ ছবিতে মোট পাঁচটি গান থাকবে।
গত বুধবার থেকে বিএফডিসির ৯ নম্বর ফ্লোরে ছবির শুটিংয়ে ফারিয়া অংশ নিয়েছেন। ছবিতে অভিনয় প্রসঙ্গে ফারিয়া বললেন, ‘মিডিয়াতে আমার আগমনটা ঘটেছে চ্যানেল আইয়ের কল্যাণে। যখন ছবিটির ব্যাপারে তাঁরা আমার সঙ্গে যোগাযোগ করেন, তখন একবাক্যেই রাজি হয়ে যাই।
চ্যানেল আইয়ের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা বোধ থেকেই ছবিটি করা। তা ছাড়া ছবির গল্পটাও আমার ভালো লেগেছে।’ পরিচালক সামিয়া বললেন, ‘আসলে একটি বাচ্চাকে নিয়ে ছবির গল্প আবর্তিত হয়েছে। একটি বাচ্চা গ্রাম থেকে পালিয়ে ঢাকা শহরে চলে আসে। এরপর তার জীবনটা কেমন হয়।
কীভাবে সে বেড়ে ওঠে। তার জীবনের চড়াই-উতরাই সবকিছুই এ ছবির গল্পে ফুটে ওঠে। এখানে বিভিন্নভাবে আসেন ফেরদৌস, ফারিয়া ও রাজ্জাক। মনে হচ্ছে, ছবিটির পরী চরিত্রটির জন্য ফারিয়াই উপযুক্ত। তাই তাঁকে নিয়ে ছবিটি শুরু করেছি। আমার বিশ্বাস এ ছবিটির মাধ্যমে ফারিয়া তাঁর শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখতে পারবে।’
জুলফিকার রাসেলের কাহিনি অবলম্বনে নির্মাণাধীন এ ছবিতে মোট পাঁচটি গান থাকবে।
Published in
Banglatainment