একসঙ্গে তারিন ও অপূর্ব

Rate this item
(2 votes)
আগেও একাধিক নাটকে জুটি হয়ে অভিনয় করেছেন ছোট পর্দার দুই তারকা অপূর্ব ও তারিন। যেগুলো দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তাও পেয়েছিল। সেই ধারাবাহিকতায় নতুন একটি ধারাবাহিক নাটক নিয়ে হাজির হলেন ছোট পর্দার এ তারকা। নাটকের নাম ‘স্বপ্নগুলো জোনাক পোকার মতো’। নাটকটি রচনা করেছেন জাকারিয়া সৌখিন ও পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।

ধারাবাহিক নাটকের গল্পে দেখা যাবে তোড়া ও নোরা দুইবোন। দুজনেই মা-বাবার আদরের। দুইবোনের মধ্যে তোড়ার ছোটবেলা থেকেই কণ্ঠশিল্পী হওয়ার স্বপ্ন। সেজন্য বাটারফ্লাই নামের একটা ব্যান্ডদলের সদস্য হয় সে। ব্যান্ডদলটির মালিক ও ভোকাল হচ্ছেন শৈবাল। মনে মনে তোড়াকে ভালোবাসে ফেলে সে। কিন্তু তোড়াকে একথা কখনও বলতে পারে না শৈবাল।

স্বপ্ন দেখে তোড়া একদিন বড় শিল্পী হবে। এ স্বপ্ন নিয়েই তোড়াকে ব্যান্ডশিল্পী হিসেবে তৈরি করতে থাকে। এতে অভিনয় প্রসঙ্গে তারিন বলেন, ‘অপূর্ব ও আমার রসায়নটা বেশ ভালোভাবেই গ্রহণ করেন দর্শকরা। আশা করি, নতুন এ ধারাবাহিকটিও দর্শকদের নিরাশ করবে না।’ নাটকে আরও অভিনয় করছেন সৈয়দ হাসান ইমাম, শর্মিলী আহমেদ, আফরোজা বানু, আনিসুর রহমান মিলন, মম, সুমাইয়া সাকি প্রমুখ। ধারাবাহিকটি এটিএন বাংলায় প্রচার হচ্ছে।
0 awesome comments!

বাংলাটেইনমেন্ট সর্বাধিক পঠিত

Scroll to Top