0 awesome comments!
একসঙ্গে তারিন ও অপূর্ব
আগেও একাধিক নাটকে জুটি হয়ে অভিনয় করেছেন ছোট পর্দার দুই তারকা অপূর্ব ও তারিন। যেগুলো দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তাও পেয়েছিল। সেই ধারাবাহিকতায় নতুন একটি ধারাবাহিক নাটক নিয়ে হাজির হলেন ছোট পর্দার এ তারকা। নাটকের নাম ‘স্বপ্নগুলো জোনাক পোকার মতো’। নাটকটি রচনা করেছেন জাকারিয়া সৌখিন ও পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।
ধারাবাহিক নাটকের গল্পে দেখা যাবে তোড়া ও নোরা দুইবোন। দুজনেই মা-বাবার আদরের। দুইবোনের মধ্যে তোড়ার ছোটবেলা থেকেই কণ্ঠশিল্পী হওয়ার স্বপ্ন। সেজন্য বাটারফ্লাই নামের একটা ব্যান্ডদলের সদস্য হয় সে। ব্যান্ডদলটির মালিক ও ভোকাল হচ্ছেন শৈবাল। মনে মনে তোড়াকে ভালোবাসে ফেলে সে। কিন্তু তোড়াকে একথা কখনও বলতে পারে না শৈবাল।
স্বপ্ন দেখে তোড়া একদিন বড় শিল্পী হবে। এ স্বপ্ন নিয়েই তোড়াকে ব্যান্ডশিল্পী হিসেবে তৈরি করতে থাকে। এতে অভিনয় প্রসঙ্গে তারিন বলেন, ‘অপূর্ব ও আমার রসায়নটা বেশ ভালোভাবেই গ্রহণ করেন দর্শকরা। আশা করি, নতুন এ ধারাবাহিকটিও দর্শকদের নিরাশ করবে না।’ নাটকে আরও অভিনয় করছেন সৈয়দ হাসান ইমাম, শর্মিলী আহমেদ, আফরোজা বানু, আনিসুর রহমান মিলন, মম, সুমাইয়া সাকি প্রমুখ। ধারাবাহিকটি এটিএন বাংলায় প্রচার হচ্ছে।
ধারাবাহিক নাটকের গল্পে দেখা যাবে তোড়া ও নোরা দুইবোন। দুজনেই মা-বাবার আদরের। দুইবোনের মধ্যে তোড়ার ছোটবেলা থেকেই কণ্ঠশিল্পী হওয়ার স্বপ্ন। সেজন্য বাটারফ্লাই নামের একটা ব্যান্ডদলের সদস্য হয় সে। ব্যান্ডদলটির মালিক ও ভোকাল হচ্ছেন শৈবাল। মনে মনে তোড়াকে ভালোবাসে ফেলে সে। কিন্তু তোড়াকে একথা কখনও বলতে পারে না শৈবাল।
স্বপ্ন দেখে তোড়া একদিন বড় শিল্পী হবে। এ স্বপ্ন নিয়েই তোড়াকে ব্যান্ডশিল্পী হিসেবে তৈরি করতে থাকে। এতে অভিনয় প্রসঙ্গে তারিন বলেন, ‘অপূর্ব ও আমার রসায়নটা বেশ ভালোভাবেই গ্রহণ করেন দর্শকরা। আশা করি, নতুন এ ধারাবাহিকটিও দর্শকদের নিরাশ করবে না।’ নাটকে আরও অভিনয় করছেন সৈয়দ হাসান ইমাম, শর্মিলী আহমেদ, আফরোজা বানু, আনিসুর রহমান মিলন, মম, সুমাইয়া সাকি প্রমুখ। ধারাবাহিকটি এটিএন বাংলায় প্রচার হচ্ছে।
Published in
Banglatainment