গান শিখছেন প্রিয়াঙ্কা

Rate this item
(3 votes)
বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া গানের জগতে পা রাখছেন। একটি আন্তর্জাতিক অ্যালবামে গান করবেন তিনি। গায়িকার ভূমিকায় নতুন এ পরীক্ষায় ভালোমতো উতরে যাওয়ার জন্য এখন নিয়মিত কণ্ঠ সাধনা করছেন।

বললেন, ‘আমি নিয়মিত গানের রেওয়াজ করার চেষ্টা করছি। এতগুলো বছর আমি অভিনয়শিল্পী হিসেবে কাজ করেছি, আর এখন গাইতে যাচ্ছি গান। সুতরাং, আমাকে রেওয়াজ করতে হচ্ছে।’ সম্প্রতি ‘ব্লেন্ডারস প্রাইড ফ্যাশন শো ২০১১’-তে অংশ নেওয়ার সময় এ কথা বললেন প্রিয়াঙ্কা।

হিন্দি ছবিতে গান গাওয়ার ব্যাপারে বলেন, ‘এখন তেমন কোনো পরিকল্পনা নেই। শুধুই ভাবছি আমার আন্তর্জাতিক অ্যালবাম “দ্য টাইম বিয়িং”-এর জন্য।’
প্রিয়াঙ্কা পশ্চিমা সংগীতের ব্যাপারে যথেষ্ট আগ্রহী। ২০১২ সালে বিশ্বব্যাপী তাঁর প্রথম আন্তর্জাতিক মিউজিক অ্যালবাম মুক্তি দেওয়ার জন্য তিনি ইউনিভার্সাল মিউজিক এবং দেশি হিটস প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছেন। বললেন, ‘অ্যালবামটি পপ মিউজিকের।
0 awesome comments!
Scroll to Top