তিন ধারাবাহিকে তানজিকা

Rate this item
(2 votes)
নতুন তিনটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তানজিকা। এগুলো হলো বদরুল আনাম সৌদের 'অন্তর্যাত্রা', সুমন আনোয়ারের 'গ্গ্ন্যামার ওয়ার্ল্ড' ও মোস্তফা কামাল রাজের 'নয়ছয়'। তানজিকা বলেন, 'নতুন তিন নাটকের গল্প ও চরিত্র একেবারে আলাদা। এর মধ্যে 'গ্গ্ন্যামার ওয়ার্ল্ড'-এর চরিত্রটি সাহসী এক সাংবাদিকের। এ ধরনের চরিত্রে আগে কাজ করা হয়নি। অন্য নাটক দুটির চরিত্রও বেশ চ্যালেঞ্জিং।

আমার ধারণা, এগুলো আমার অভিনয় ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করবে।' নতুন নাটকের পাশাপাশি তানজিকা ব্যস্ত আছেন প্রচার চলতি ধারাবাহিক নাটক 'আকাশের ওপারে আকাশ', 'দি ভিলেজ ইঞ্জিনিয়ার', 'কলিংবেল', 'শেষ বিকেলের গান', 'দহন'-এর কাজ নিয়ে। এ ছাড়া তিনি সম্প্রতি শেষ করেছেন 'গুড মর্নিং লন্ডন' চলচ্চিত্রের কাজ। তানিয়া আহমেদ পরিচালিত এই চলচ্চিত্রটি শিগগিরই মুক্তি পাবে বলে তিনি জানান।
0 awesome comments!
Scroll to Top