গানে কন্ঠ দিলেন অপূর্ব-মম
অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকজনের সাথে ডুয়েট গান করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তাদের মধ্যে উল্লেখয়োগ্য হলেন ফাহমিদা নবী, ঈশিতা ও অপি করিম।
এবার তিনি জনপ্রিয় নাট্যাভিনেত্রী জাকিয়া বারী মম’র সাথে একটি ডুয়েট গান করেছেন।
শিহাব শাহীন পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘ভালোবাসার চতুষ্কোণ’ এর টাইটেলে কণ্ঠ দিয়েছেন তারা। গানটি রচনা করেছেন আনোয়ার হোসেন আদর এবং গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন সাজিদ সরকার।
গত সোমবার সাজিদ সরকারের মোহাম্মদপুরস্থ স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানের কথা হচ্ছে ‘তুমি পথ চলায় একা কথা বলায় এ মনে ফেলেছো ছায়া, নির্বাক সময় সবলাগে তুমিময় দুচোখে বেঁধেছো মায়া’।
অপূর্ব এ বিষয়ে বলেন, ‘গানের কথা ও সুর অনেক আবেগী এবং চমৎকার। অনেক দরদ দিয়ে গানটি গেয়েছি। আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি শ্রোতাদেরও ভালো লাগবে।’
মম বলেন, ‘শুরুতে ভেবেছিলাম পুরো গানটাই গাইতে পারবো। কিন্তু গান গাওয়া অনেক কঠিন একটি বিষয়। তাই ভয়ে ভয়ে কিছুটা গাওয়ার চেষ্টা করেছি।’
সাজিদ সরকার বলেন, ‘অপূর্ব খুব ভালো গান করেছে। অনেকটা পেশাদার গায়কদের মতোই। মম চেষ্টা করলেও আরও ভালো করবেন।’
‘ভালোবাসার চতুস্কোণ’ নাটকে অপূর্ব ও মম জুটি হিসেবে অভিনয় করছেন। নাটকটি রচনা করেছেন শিহাব শাহীন, মেজবাউদ্দিন সুমন ও ইফফাত আরা তন্বী। আগামী ২৭ মে থেকে এনটিভিতে রাত ৯টা ৪৫ মিনিটে নতুন এই ধারাবাহিক নাটকটির প্রচার শুরু হবে।
এই নাটকে আরও অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস, নাঈম, মৌসুমী হামিদ, ফেরদৌসী লীনা প্রমুখ।
উল্লেখ্য, সাজিদ সরকার এর আগেও শিহাব শাহীনের তিনটি গানের টাইটেল সংগীত করেছেন। অপূর্ব এরইমধ্যে নতুন ধারাবাহিক নাটক ‘গ্যাংস্টার’ এর কাজ শুরু করেছেন। অন্যদিকে, মম শেষ করেছেন জিয়াউদ্দিন আলমের খণ্ড নাটক ‘শুধু এক মিনিট’ এর কাজ।