২৫ তলা থেকে পাশের ছাদে ঝাঁপ যুবকের! (ভিডিও)

Rate this item
(1 Vote)
পাশাপাশি দুটি বহুতল ভবন। দুটি ভবনই ২৫ তলা উঁচু। যেখান থেকে পড়লে বেঁচে থাকার সম্ভাবনা তো দূরের কথা, হাড়গোড় দু'চারখানা আস্ত থাকবে কিনা সন্দেহ। আর সেই দু'টি ভবনের একটির ছাদ থেকে আরেকটির ছাদে লাফিয়ে গেলেন ২৪ বছরের এক যুবক।

না, কোন বাজি ধরে নয়, কৌতুহলবশতই এমন কাজ করেছেন ম্যাক্স কেভ নামের যুবকটি। আর সেই দৃশ্য ভিডিও করার ব্যবস্থাও করেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে, বহুতলের ছাদের রেলিংয়ের উপর দিয়ে ছুটে এল বছর ২৪-এর এক যুবক। তারপরই লাফ! দুটি বহুতলের মাঝে বেশ কয়েক ফুটের ব্যবধান। কিন্তু সেসব থোড়াই কেয়ার। একলাফে সে পৌঁছে গেল পাশের বহুতলের ছাদের রেলিংয়ের উপর।

এমনকী, জীবনের ঝুঁকি নিয়ে মারাত্মক এই স্টান্ট করার সময় তার গায়ে কোনও সুরক্ষাকবচও ছিল না। বিষয়টা অনেকের কাছে জীবন নিয়ে খেলা মনে হলেও ম্যাক্সের কাছে নেহাতই 'ওয়ার্ম আপ'। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়ে যায়।

ভিডিও দেখতে ক্লিক করুন
0 awesome comments!
Scroll to Top