ছবি তুলতে গিয়ে পর্যটকের মাথায় নেমে এলো বিমান! (ভিডিও)

Rate this item
(1 Vote)
আজকাল সেলফি প্রেমিকরা সেলফি তুলতে গিয়ে ভুলে যান সবকিছু। সেলফি তুলতে গিয়ে মৃত্যুর ঘটনাও কম ঘটেনি। এবারের ঘটনাটা যদিও একটু অন্যরকম। এবার এক পর্যটক ছবি তোলার সময় তার মাথা ঘেঁষে চলে যায় বিমান। ঘটনাটা সম্প্রতি ঘটেছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সেন্ট বার্ট-এ। মেকি জাইদি নামের ওই মার্কিন পর্যটক জানান, তিনি শুধু একটা ক্লোজ অ্যাঙ্গেল শটের জন্য বিমানবন্দর সংলগ্ন ঐ জায়গায় ছবি তুলতে গিয়েছিলেন।

তিনি বলেন, 'আমি ভিউফাইন্ডারে চোখ রেখে শটটা নিচ্ছিলাম। আচমকাই প্রায় আমার ঘাড়ে নেমে এল বিমানটা'। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে জাইদি এখন আলোচনা সমালোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছেন। তবে, বিমানবন্দরের চার দিকে ছড়িয়ে থাকা সতর্কতা-সংক্রান্ত হোর্ডিং উপেক্ষা করে কেন জাইদি ছবি তুলছিলেন, তা নিয়েই এখন শুরু হয়েছে বিতর্ক।

এ ব্যাপারে আত্মপক্ষ সমর্থন করে জাইদি বলেন, 'আমি বিমানবন্দরের সংরক্ষিত জায়গায় ছিলাম না। ছিলাম বিমানবন্দর সংলগ্ন রাস্তায়'। এদিকে জাইদির মাথার উপর দিয়ে চলে যাওয়া বিমানটির ৩৬০ ডিগ্রি ভিডিও আপাতত ভাইরাল হয়ে গেছে। ভিডিওতেই দেখে নিন ঘটনাটি।

ভিডিও দেখতে ক্লিক করুন
0 awesome comments!
Scroll to Top